পাকিস্তান ক্রিকেট
একই সময়ে পিএসএল হলে সেটাকে বাদ দিয়ে আইপিএলকে বেছে নেওয়ার ইচ্ছার কথাও জানালেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার।
Published : 24 Apr 2025, 05:30 PM
প্রায় দেড় যুগ ধরে আইপিএলে নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটাররা। তবুও ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার স্বপ্ন দেখছেন মোহাম্মদ আমির। নতুন পরিচয়ে পাকিস্তানের এই পেসার তো টুর্নামেন্টটির পরের আসরেই সুযোগ পাওয়ার আশায় আছেন।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে খেলার সুযোগ পান পাকিস্তানের ক্রিকেটাররা। সেবার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকসহ মোট ১২ জন পাকিস্তানি ক্রিকেটার ছিলেন।
ওই বছরের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা হওয়ার পর আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের নিষিদ্ধ করে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। তবে অন্য দেশের নাগরিক পরিচয়ে এই টুর্নামেন্টে খেলার সুযোগটি কাজে লাগাতে চান আমির।
পাকিস্তানের এই বাঁহাতি পেসারের স্ত্রী নারজিস যুক্তরাজ্যের নাগরিক। শিগগিরই সেখানকার পাসপোর্ট পাওয়ার আশায় আছেন আমির। আর সেটা পেয়ে গেলে, আইপিএলে খেলার দুয়ার খুলে যাবে তার।
চলতি বছর আইপিএল ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) হচ্ছে একই সময়ে। চলমান পিএসএলে এখন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন আমির। জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, দুইটি টুর্নামেন্ট একই সময়ে হলে কোন লিগে খেলাকে বেছে নেবেন তিনি।
“সত্যি বলতে, যদি সুযোগ পাই, আমি আইপিএলে খেলব। প্রকাশ্যেই বলছি। তবে আইপিএলে সুযোগ না পেলে পিএসএলে খেলব। আগামী বছর আইপিএলে খেলার সুযোগ পাব, আর যদি সুযোগ পাই, তাহলে কেন খেলব না?”
পরের বছর টুর্নামেন্ট দুটি একই সময়ে পড়বে বলে মনে হয় না পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলা আমিরের।
“আমার মনে হয় না, আগামী বছর আইপিএল ও পিএসএল একই সময়ে হবে। কারণ এই বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিই ছিল মূল। প্রথমে যদি আমাকে পিএসএলে নেওয়া হয়, তবে আমি সরে দাঁড়াতে পারব না, কারণ সেক্ষেত্রে আমাকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হবে। আবার প্রথমে আইপিএলে ডাক পেলে, সেখান থেকেও সরে দাঁড়ানো যাবে না।”
“এখন এটা নির্ভর করছে, কোন লিগে আমাকে আগে নেওয়া হবে তার ওপর। যদি আইপিএলের নিলাম আগে হয় এবং আমাকে দলে নেওয়া হয়, তাহলে সরে যেতে পারব না এবং পিএসএলে খেলব না। আর যদি পিএসএলের ড্রাফট আগে হয় এবং আমাকে দলে নেওয়া হয়, তাহলে আমি এই টুর্নামেন্ট থেকেও সরে দাঁড়াতে পারব না।”
পিএসএলের চলতি আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন আমির।