সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
Published : 24 Apr 2025, 08:40 PM
নওগাঁর রাণীনগরে ‘সংঘাত নয়,শান্তি ও সম্প্রীতির দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্টের ব্যানারে এক সভার আয়োজন করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ নামের একটি বেসিরকারি সংস্থা (পিএফজি)।
বৃহস্পতিবার রাণীনগর প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সভায় রাজনৈতিক,সামাজিক ও ধর্মীয় বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন।
আয়োজকরা জানান,শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রাণীনগর ইমাম-মোয়াজ্জিন সমিতির সভাপতি কাজী মোজাফফর হোসেন সভায় সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি ছিলেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপের রাজশাহী বিভাগের সমন্বয়ক এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংস্থাটির নওগাঁ জেলা সমন্বয়ক সুকুমল মন্ডল।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।