এ খবরে গোটা ইউনিয়নজুড়ে সবাই শোকার্ত হয়ে পড়েছেন।
Published : 25 Apr 2025, 12:12 AM
গাইবান্ধার সাদুল্লাপুরে দুই দিনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে; যাদের মধ্যে দুইজন বন্ধু এবং অপরজন একজনের চাচা।
বন্ধু হাফেজ মো. মোসলেম উদ্দিন (৬০) এর জানাজায় গিয়ে মারা যান স্কুল শিক্ষক মাওলানা মো. মকবুল হোসেন (৫৫)। এরপর মকবুলের মৃত্যুর খবর শুনে একই দিনে তার চাচা সমেশ উদ্দিন ফকির (৬৫) মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, বুধ ও বৃহস্পতিবার বন্ধুর জানাজায় এসে বন্ধুর মৃত্যু এবং ভাতিজার মৃত্যুর খবর শুনে চাচার মৃত্যুর খবরে গোটা ইউনিয়নজুড়ে সবাই শোকার্ত হয়ে পড়েছেন।
এ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মিলন রহমান বলেন, অসুস্থ মোসলেম বুধবার বিকালে মারা যান। বৃহস্পতিবার সকাল ৯টায় আলদাদপুর ঈদগাঁ মাঠে তার জানাজা অংশ নিতে আসেন তার বন্ধু মোলংবাজার উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক ও জামে মসজিদের পেশ ইমাম মকবুল। জানাজার পর তিনি বুকে ব্যাথা অনুভব করার এক পর্যায়ে অসুস্থ হয়ে যান। পরে পাশে এক বাড়িতে নিয়ে মাথায় পানি দেওয়া শুরু করলে তিনি সেখানেই মারা যান।
এলাকাবাসীর বরাতে মিলন রহমান বলেন, মকবুলের আকস্মিক মৃত্যুর খবর শুনে এদিন দুপুরে নিজ বাড়িতে মারা যান তার চাচা সমেশ উদ্দিন ফকির।
মাগরিব নামাজের পর মোলংবাজার হামিউস সুন্নাহ কওমী মাদ্রাসা মাঠে চাচা-ভাতিজার জানাজা এক সঙ্গে অনুষ্ঠিত হয়।