প্রতিবার ভ্রমণে সর্বোচ্চ ছয় হাজার এবং বছরে সর্বোচ্চ ৩০ হাজার পর্যন্ত টাকায় বিল দেওয়া যাবে।
Published : 25 Apr 2025, 12:14 AM
বিদেশ যাওয়ার সময় টাকায় মোবাইল ফোনের ‘রোমিং বিল’ পরিশোধের সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতদিন এ সেবা নিতে হত বিদেশি মুদ্রায়; আর টাকায় নিতে চাইলে লাগত বাংলাদেশ ব্যাংকের অনুমতি।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ (এফএপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
‘ইন্টারন্যাশনাল রোমিং’ সেবার মাধ্যমে একজন মোবাইল ফোন ব্যবহারকারী বিদেশে থেকেও কল করতে ও রিসিভ করতে পারেন।
এসএমএসও সরাসরি পৌঁছে যায় ভিজিটিং নেটওয়ার্কে। একইভাবে তিনিও চাইলে এসএমএস পাঠাতে পারেন।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, বাংলাদেশ ব্যাংক মোবাইল রোমিং সেবার বিল টাকায় নেওয়ার জন্য মোবাইল অপারেটরদের অনুমতি দিয়েছে।
বিদেশগামী বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য মোবাইল রোমিং সেবা সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে কেন্দ্রীয় ব্যাংক।
এখন একজন গ্রাহকের কাছ থেকে প্রতিবার ভ্রমণে সর্বোচ্চ ছয় হাজার টাকা এবং প্রতি পঞ্জিকা বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত টাকায় বিল নেওয়া যাবে।
রোমিং সেবা চালুর সময় মোবাইল অপারেটরদের নির্দিষ্ট কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। যেমন- একাধিক মোবাইল নম্বর বা অপারেটর ব্যবহার করা হলেও নির্ধারিত সীমা অতিক্রম করা যাবে না।
এছাড়া এ সুবিধা দেওয়ার সময় ভ্রমণকারীর বৈধ ভিসা ও টিকিট থাকতে হবে। রোমিং সেবা ভ্রমণের এক সপ্তাহ আগে চালু করতে হবে বলে সার্কুলারে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, মোবাইল অপারেটররা বিদেশের নেটওয়ার্ক অপারেটরদেরকে অর্থ পরিশোধ করতে পারবে। তবে এক্ষেত্রে ব্যাংকগুলোকে নির্দিষ্ট কিছু নির্দেশনা মানতে হবে।
টাকায় বিল নেওয়ার সুবিধা কেন দেওয়া হয়েছে- এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধতন এক কর্মকর্তা বলেন, অনেকে ক্রেডিট কার্ডের সঙ্গে পরিচিত নন। তাই এ সুবিধা অনেকে নিতে চান না। হজে যাওয়ার সময় অনেকেই ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি নিতে চান না।
“তাই তারা রোমিং ফ্যাসিলিটি না নিয়ে বিদেশি গিয়ে সেখানকার সিম কার্ড (বিদেশি সিম কার্ড) ব্যবহার করেন। তাতে আমাদের দেশের মোবাইল অপারেটাররা ক্লায়েন্টদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই রোমিং সুবিধা নেওয়ার মাধ্যমে সরকার রাজস্ব আয়ও করতে পারবে।”