ভাবতে খারাপ লাগে, যে মাটিতে কৃষকেরা আমাদের জন্য ফসল ফলান, সেই মাটিই এখন বিষে ভরা।
Published : 24 Apr 2025, 08:49 PM
গ্রামের কৃষকদের কাছে প্রায়ই শুনি মাঠে আগের মত ফসল হয় না। তারা বলেন জমি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। জমি নষ্ট হওয়া বলতে তারা উর্বরতা কমে যাওয়াকে বোঝান।
হঠাৎ একদিন মনে পড়ে যে, বইতে পড়েছিলাম মাটি দূষণের কথা। পানি ও বায়ু দূষণের মত মাটি দূষণও পরিবেশের অনেক বড় ক্ষতি করে।
মাঝে মাঝে দেখি শহরের বর্জ্য ট্রাকে করে এনে গ্রামে ফেলা হয়। এসব ময়লা-আবর্জনার মধ্যে রয়েছে প্লাস্টিক, হাসপাতালের বর্জ্যসহ নানা রকমের রাসায়নিক পদার্থ।
বৃষ্টির পানিতে এসব ক্ষতিকর পদার্থ গিয়ে পড়ছে কৃষকের ক্ষেতে। যার প্রভাব পড়ছে ফসলের উপর। যা ক্ষতিগ্রস্ত করছে কৃষককে।
কিছুদিন আগে এই সংক্রান্ত একটি প্রতিবেদন পড়েছিলাম। বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের বরাতে সেই প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৪৫ শতাংশ কৃষিজমি এখন ভারি ধাতু দিয়ে দূষিত। এগুলোর মধ্যে রয়েছে সিসা, ক্যাডমিয়াম ও আর্সেনিক। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।
ভাবতে খারাপ লাগে, যে মাটিতে কৃষকেরা আমাদের জন্য ফসল ফলান, সেই মাটিই এখন বিষে ভরা। আর এসব বিষ খাবারের সঙ্গে আমাদের শরীরে ঢুকে যাচ্ছে।
আমি মনে করি, শহরের বর্জ্য ফেলার জন্য আলাদা ব্যবস্থা নেওয়া দরকার। পরিবেশ-প্রকৃতিকে ক্ষতি করবে না এমন উপায় বেছে নেওয়া উচিত। না হলে শুধু গ্রাম নয়, পুরো দেশকেই এর খারাপ ফল ভুগতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: মৌলভীবাজার।