আইপিএল
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অদ্ভুত পরিস্থিতিতে আউট হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের টপ অর্ডার ব্যাটসম্যান ইশান কিষান।
Published : 23 Apr 2025, 10:07 PM
আইপিএলে অদ্ভুত এক পরিস্থিতিতে নিজের উইকেট হারিয়েছেন ইশান কিষান। বোলিং করা দলের আবেদন ছাড়াই আঙুল তুলে দিয়েছেন আম্পায়ার! অথচ, শুরুতে ওয়াইড দিয়েছিলেন তিনি!
হায়দরাবাদে বুধবার মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচের তৃতীয় ওভারে ঘটে এই কাণ্ড।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামা হায়দরাবাদের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ক্রিজে যান কিষান। দিপাক চাহারের করা ওই ওভারের প্রথম ডেলিভারিটি ছিল লেগ সাইডে। কিষানের ব্যাট ও প্যাড ফাঁকি দিয়ে কিপারের গ্লাভসে জমা পড়ে বল।
বল ধরে কোনো আবেদন করেননি মুম্বাইয়ের উইকেটরক্ষক রায়ান রিকেলটন। মুম্বাইয়ের কোনো ফিল্ডারকেও আবেদন করতে দেখা যায়নি। বোলার চাহার অবশ্য আম্পায়ার ভিনোদ সেশানের ওয়াইডের জন্য হাত উঠাতে দেখে সামান্য আপত্তি করেছিলেন।
কিন্তু ওয়াইডের জন্য হাত তোলার পর কি মনে করে যেন আঙুল তুলে দেন আম্পায়ার। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকফোর কমেন্ট্রিতে লেখা হয়েছে, ‘সম্ভবত কিষানকে হেঁটে যেতে দেখে আউট আঙুল তুলে দিয়েছেন আম্পায়ার।’
ব্রডকাস্টের ফুটেজে ফিল্ডিং দলের যাদের দেখা গেছে, তাদের কেউ আউটের আবেদন করেননি। উইকেট উদযাপনের জন্য একত্রিত হওয়া মুম্বাইয়ের খেলোয়াড়দের দ্বিধান্তিত দেখাচ্ছিল। তবে মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া সতীর্থদের যেন বোঝাতে চাইছিলেন, তিনি (বা অন্য কেউ) আবেদন করেছেন।
পরে রিপ্লেতে দেখা যায়, ব্যাটের কোথাও স্পর্শ করেনি বল। প্যাডে সামান্য ছুঁয়ে গেছে। রিভিউ নিলে বেঁচে যেতে ৪ বলে ১ রান করা কিষান।
মুম্বাইয়ের বিপক্ষে এদিন ব্যাটিং ধসে পড়ে হায়দরাবাদ। ৩৫ রান ৫ উইকেট হারানো দলটি হাইনরিখ ক্লসেন ও আভিনাভ মানোহারের জুটির সৌজন্যে করতে পারে ১৪৩ রান। ষষ্ঠ উইকেটে তাদের ৬৩ বল স্থায়ী যুগলবন্দীতে আসে ৯৯ রান।
২ ছক্কা ও ৯ চারে ৪৪ বলে ৭১ রান করেন দক্ষিণ আফ্রিকান কিপার-ব্যাটসম্যান ক্লসেন। ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে নামা মানোহার করেন ৩ ছক্কা ও ২ চারে ৩৭ বলে ৪৩ রান।
মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৪ শিকার ধরেন ট্রেন্ট বোল্ট, ২৬ রান খরচায়। চাহারের প্রাপ্তি ১২ রানে দুটি।