মার্কিন বিচার বিভাগ যদি গুগলকে ব্রাউজার বিক্রি করতে বাধ্য করে তবে ক্রোমের সম্ভাব্য ক্রেতাদের মধ্যে থাকবে ওপেনএআই।
Published : 24 Apr 2025, 02:23 PM
গুগলের ক্রোম ওয়েব ব্রাউজার কিনে ব্যবহারকারীদের জন্য ক্রোমে প্রথমেই এআই অভিজ্ঞতা আনার ইঙ্গিত দিয়েছে ওপেনএআই।
মঙ্গলবার আদালতে শুনানিতে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রধান বলেন, মার্কিন বিচার বিভাগ যদি গুগলকে ব্রাউজার বিক্রি করতে বাধ্য করে তবে ক্রোমের সম্ভাব্য ক্রেতাদের মধ্যে তার কোম্পানি থাকবে।
গুগলের বিরুদ্ধে অনলাইন অনুসন্ধানে একচেটিয়া আধিপত্য ধরে রাখার অভিযোগ রয়েছে এবং অ্যান্টিট্রাস্ট রায়ের অংশ হিসাবে ক্রোমকে বিক্রি করতে গুগল বাধ্য হতে পারে বলে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গকে চ্যাটজিপিটি’র পণ্য প্রধান নিক টার্লি বলেছেন, চ্যাটজিপিটিকে ক্রোমে সমন্বয় করা হলে ব্যবহারকারীদের সত্যিই ‘বিস্ময়কর অভিজ্ঞতা’ দিতে পারবে ওপেনএআই।
তিনি আরও বলেছেন, “ব্যবহারকারীদের ক্রোম ব্রাউজারে এআই অভিজ্ঞতা কেমন হবে তা পরিচয় করিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে” ওপেনএআইয়ের।
ওয়াশিংটনে তিন সপ্তাহের এ শুনানিতে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন টার্লি। এই শুনানিই নির্ধারণ করবে, সার্চে অবৈধভাবে একচেটিয়া আধিপত্যের জন্য গুগলকে কীভাবে শাস্তি দেবে আদালত।
২০২৪ সালে মার্কিন ডিস্ট্রিক্ট জজ অমিত মেহতা এক যুগান্তকারী রায়ে বলেছেন, আইফোন, ল্যাপটপ ও অ্যান্ড্রয়েড সফটওয়্যার চালিত ডিভাইসে ক্রোমকে ওয়েবের প্রাথমিক প্রবেশদ্বার বানাতে প্রতিযোগিতাবিরোধী চুক্তি করেছে গুগল।
ওয়েব অ্যানালিটিক্স কোম্পানি ‘স্ট্যাটকাউন্টার’-এর তথ্য অনুসারে, বিশ্বজুড়ে আনুমানিক সাড়ে তিনশ কোটি মানুষ ক্রোম ব্যবহার করেন। ২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রে গুগলের ব্রাউজার মার্কেট শেয়ার দাঁড়িয়েছে ৫৩ শতাংশে, যা ২০২৪ সালে ছিল ৫৭ শতাংশ।
সর্বশেষ শুনানিতে যদি গুগল তাদের জনপ্রিয় ওয়েব ব্রাউজার বিক্রি করার জন্য আদালতের আদেশ পায় তবে তা হবে ১৯৮০ এর দশকের পর প্রথমবারের মতো কোনও আদালত কতৃক বড় কোনও মার্কিন কোম্পানিকে তার ব্যবসা ভাগ করে নেওয়ার আদেশ বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
গুগল বলেছে, ২০২৪ সালের রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে তারা, যেখানে বলা হয়েছিল, সার্চ বাজারে একচেটিয়া আধিপত্য রয়েছে কোম্পানিটির। চূড়ান্ত রায়ের জন্য মে মাস অর্থাৎ শুনানির শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।