পুলিশ জানায়, হত্যার রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।
Published : 24 Apr 2025, 02:34 PM
মাদারীপুরের শিবচর উপজেলায় জঙ্গলের পাশ থেকে একজনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের প্রেম ব্রিজ এলাকায় লাশটি পাওয়া যায় বলে শিবচর থানার ওসি মো. রতন শেখ জানান।
নিহত কামরুজ্জামান (২৫) শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকে নগর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের দাদন চোকদারের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি রতন শেখ বলেন, ওই এলাকার একটি জঙ্গলের পাশে গলা কাটা রক্তাক্ত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
“খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।”
হত্যার রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।