নারীরা সহিংসতা ও হয়রানির তথ্য দিতে পারবে পরিচয় গোপন রেখে।
Published : 24 Apr 2025, 06:12 PM
বাংলাদেশের নারী সহিংসতার হালনাগাদ তথ্য তুলে ধরতে চালু হয়েছে ‘ভাউট্র্যাকার ডটকম’ ওয়েবসাইট।
বৃহস্পতিবার ঢাকার গুলশানের একটি হোটেলে ওয়েবসাইটটি উদ্বোধন করা হয়েছে।
ডেটাভিত্তিক কনটেন্ট সাইট ‘ডেটাফুল’, সাংবাদমাধ্যম ‘সংবাদ’, ‘সুপ্রভাত বাংলাদেশ’ ও ‘উৎস’ নামে একটি সংগঠন এ ওয়েবসাইট তৈরি করেছে। মে মাসে ‘ভাউট্র্যাক’ নামে একটি অ্যাপও চালু হবে।
ডেটাফুল কর্তৃপক্ষ বলছে, নারীরা অ্যাপে সহিংসতা ও হয়রানির তথ্য দিতে পারবে পরিচয় গোপন রেখে। তাদের তথ্যগুলো যাচাই-বাছাইয়ের পর ওয়েবসাইটে যুক্ত করা হবে। সহিংসতা ও হয়রানির শিকার নারীদের পরামর্শও দেবে ‘ভাউট্র্যাকার ডটকম’ সংশ্লিষ্টরা।
ডেটাফুলের প্রোগ্রাম অফিসার নিশাত তাসনিম বলেন, সহিংসতার শিকার অনেক নারী সংশয় ও সম্মানহানির ভয়ে তথ্য প্রকাশ করে না। প্রভাবশালীরা হয়রানি করলে নারীরা চেপে যায়।
তিনি বলেন, নারীরা এই অ্যাপে হয়রানির ঘটনা জানাতে পারবে। নারীদের সহায়তায় এই প্রকল্প। আগের দিন পর্যন্ত কতজন সহিংসতার শিকার হয়েছেন, হালনাগাদ সেই তথ্যও জানা যাবে ওয়েবসাইট বা অ্যাপে।
ডেটাফুলের প্রতিষ্ঠাতা পলাশ দত্ত বলেন, ওয়েবসাইটটিতে আপাতত ২০২৪ সাল থেকে ডেটা পাওয়া যাবে। পরে আরও ডেটা যুক্ত করা হবে।
“একটা ডেইলি আপডেট পাওয়া যাবে। আগের বছরের সঙ্গে তুলনামূলক চিত্র থাকবে। কত ধরনের সহিংসতা ঘটছে, সব তথ্য পাওয়া যাবে। জেলা ভিত্তিক তথ্যও থাকবে।”
তিনি বলেন, এই ডেটাগুলো নানা কাজে লাগানো সম্ভব। সব ডেটা ও গ্রাফ বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। সব ডেটাগুলো একটা জায়গায় আনতে চান তারা।