শুক্র ও শনিবার বাংলা ভিশনে রাত ৮টা ১৫ মিনিটে, আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে, দীপ্ত টেলিভিশনে রাত ৯টা ৩০ মিনিটে এটি প্রচারিত হবে।
Published : 24 Apr 2025, 10:00 PM
টেলিভিশন ও ওটিটি প্লাটফর্ম চরকিতে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে আকিজ টেবিলওয়্যারের ‘আর্ট অব প্লেটিং: সিজন ২’।
প্রতি শুক্র ও শনিবার বাংলা ভিশনে রাত ৮টা ১৫ মিনিটে, আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে, দীপ্ত টেলিভিশনে রাত ৯টা ৩০ মিনিটে এটি প্রচারিত হবে। একইসঙ্গে প্রতি শুক্র ও শনিবার নতুন পর্ব প্রচারিত হতে যাচ্ছে চরকিতে।
আকিজ গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালে সাড়া জাগানো প্রথম সিজনের পর, ‘আর্ট অব প্লেটিং: সিজন ২’ হতে যাচ্ছে আরও বড় পরিসরে ও কঠিন চ্যালেঞ্জ নিয়ে। প্রতিযোগীরা তাদের সৃজনশীলতায় ঐতিহ্য ও উদ্ভাবনের গল্প ফুটিয়ে তুলবেন নিজ নিজ প্লেটের ক্যানভাসে।
আকিজ বশির গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ খোরশেদ আলম বলেন, “আমরা নতুন প্রজন্মের প্লেটিং শিল্পীদের অনুপ্রাণিত করতে চাই।”
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা ‘প্লেটিং মায়েস্ট্রো’ খেতাব, ১০ লাখ টাকার পুরস্কার, প্লেটিং কোর্স, মিডিয়া প্রচার ও আকিজ টেবিলওয়্যার ডিনার সেট জিততে লড়াই করবেন। প্রথম রানার আপ পাবেন ৫ লাখ টাকা, দ্বিতীয় ৩ লাখ টাকা, চতুর্থ-পঞ্চম ১ লাখ টাকা এবং সঙ্গে সার্টিফিকেটও পাবেন।
প্রতিযোগীরা অনলাইনে নিজেদের প্লেটিংয়ের ছবি জমা দিয়ে যাত্রা শুরু করেন। উত্তীর্ণরা হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অডিশনে অংশ নেন, যেখানে নান্দনিকতা, কৌশল ও রন্ধনশৈলীর বিচারে তারা নিজেদের প্লেটে শিল্পকর্ম তৈরি করেন।