স্টান্ডার্ড চার্টার্ড বলেছে, তাদের হোস্ট-টু-হোস্ট (এইচটুএইচ) প্রযুক্তির মাধ্যমে পরিচালিত এই আঞ্চলিক ট্রেজারি সেন্টার বিমানের আন্তর্জাতিক আর্থিক কার্যক্রমকে কেন্দ্রীভূত করবে।
Published : 23 Apr 2025, 09:29 PM
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যৌথভাবে প্রথমবারের মত দেশে আঞ্চলিক ট্রেজারি সেন্টার চালু করেছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টান্ডার্ড চার্টার্ড বলেছে, তাদের হোস্ট-টু-হোস্ট (এইচটুএইচ) প্রযুক্তির মাধ্যমে পরিচালিত এই আঞ্চলিক ট্রেজারি সেন্টার বিমানের আন্তর্জাতিক আর্থিক কার্যক্রমকে কেন্দ্রীভূত করবে।
বৈশ্বিক নেটওয়ার্ক ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিমানের ট্রেজারি কার্যক্রমকে আরও দ্রুত, নিরাপদ ও কার্যকর করে তোলার আশা প্রকাশ করছে ব্যাংকটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান বলেন, "স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর সঙ্গে যৌথভাবে আমাদের প্রথম আঞ্চলিক ট্রেজারি সেন্টার প্রতিষ্ঠা বিমানের আর্থিক আধুনিকায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা এই কৌশলগত সম্পর্ককে আরও গভীর করতে আগ্রহী, যাতে আমাদের আর্থিক সক্ষমতা আরও উন্নত হয়।"
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, "আমরা বিমানের প্রথম আঞ্চলিক ট্রেজারি সেন্টার চালু করতে তাদের সাথে অংশীদার হয়ে গর্বিত, এটি আর্থিক দক্ষতা এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্ট্যান্ডার্ড চার্টার্ডে, আমরা প্রযুক্তি-নির্ভর উদ্ভাবনী সমাধান সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর সমাধান সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ, যা আমাদের বৈশ্বিক উপস্থিতি ব্যবহার করে দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক উন্নয়ন লক্ষ্য পূরণে সহায়তা করবে।"
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একাধিক দেশের নগদ ব্যবস্থাপনা এক প্ল্যাটফর্মে এনে এই কেন্দ্রীয় ট্রেজারি মডেল পেমেন্ট প্রক্রিয়া সহজ করবে, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করবে। সেই সঙ্গে নগদ প্রবাহের স্পষ্ট ধারণা দেবে এবং মূলধন ব্যবহারে আরও দক্ষতা আনার মত কাজগুলো হবে কম খরচ ও কম ঝুঁকিতে।