বলী খেলা উপলক্ষে লালদীঘি ময়দান ও আশপাশে বসবে বৈশাখী মেলা।
Published : 22 Apr 2025, 09:16 PM
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৬তম আসরে পৃষ্ঠপোষকতা করবে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির মাঠে আগামী শুক্রবার (২৫ এপ্রিল) বসবে এই আসর।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, বলী খেলা উপলক্ষে এবারও ২৪, ২৫ ও ২৬ এপ্রিল লালদীঘি ময়দান ও আশপাশে বৈশাখী মেলা হবে।
আয়োজনের প্রস্তুতি তুলে ধরে মঙ্গলবার লালদীঘি পাড়ে সিটি করপোরেশন লাইব্রেরিতে সংবাদ সম্মেলন হয়।
সেখানে উপস্থিত ছিলেন বলীখেলা আয়োজক কমিটির সদস্য সচিব এবং আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল, গ্রামীণফোনের চট্টগ্রাম সেন্ট্রাল রিজিয়নের প্রধান মোরশেদ আহমেদ ও চট্টগ্রাম বিজনেস সার্কেলের মার্কেট কমিউনিকেশন হেড আব্দুল্লাহ আল নূর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এবার সারা দেশ থেকে ১৫০ জন রেজিস্ট্রেশন করেছেন।
আসরের প্রস্ততি বিষয়ে বলা হয়, লালদীঘি ময়দানে স্থাপন করা হবে বলীখেলার মূল রিং। নগরীর কোতোয়ালী থানার মোড় থেকে শুরু করে আন্দরকিল্লা মোড়, পশ্চিমে সিনেমা প্যালেস মোড় ও পূর্বে জেল রোডে (বদরপাতি) বসবে বৈশাখী মেলার স্টল।
মোরশেদ আহমেদ বলেন, “জব্বারের বলী খেলার মত একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় আয়োজনে অংশ হতে পেরে গ্রামীণফোন গর্বিত। এর আগেও আমরা এ আয়োজনের পৃষ্ঠপোষক ছিলাম।
“আমরা স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে এমন আয়োজনের পাশে থাকতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন।”