এ বিষয়ে সাউথইস্ট ইউনিভার্সিটি ও আইসিএমএবির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
Published : 23 Apr 2025, 09:20 PM
সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) বিবিএ স্নাতকরা ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশে (আইসিএমএবি) পড়ার ক্ষেত্রে ছাড় পাবেন।
এ বিষয়ে সাউথইস্ট ইউনিভার্সিটি ও আইসিএমএবির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার এসইইউর কনফারেন্স হলে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আইসিএমএবির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ এবং সহ-সভাপতি মো. কাওসার আলম এফসিএমএ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক এম. মোফাজ্জল হোসেন।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিবিএ স্নাতকদের জন্য ওয়েভার সুবিধা, সফট স্কিল উন্নয়ন এবং যৌথ গবেষণা কার্যক্রম পরিচালিত হবে।
এটি উভয় প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও পেশাগত সহযোগিতা জোরদার করবে বলেও আশা প্রকাশ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।