আইপিএল
এবারের আইপিএলে ৯ ইনিংসের ৫টিতে পঞ্চাশ ছুঁলেন ভারতীয় তারকা।
Published : 24 Apr 2025, 10:11 PM
শুরুতে কিছুটা নড়বড়ে হলেও সময়ের সঙ্গে চমৎকার সব শটের পসরা মেলে ধরলেন ভিরাট কোহলি। চলতি আইপিএলে দারুণ পথচলায় ভারতীয় তারকা করলেন আরেকটি ফিফটি, গড়লেন আরেকটি রেকর্ড।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে বৃহস্পতিবার ৪২ বলে ৭০ রানের দারুণ ইনিংস খেলেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৩৬ বছর বয়সী ব্যাটসম্যানের ইনিংসটি গড়া ৮ চার ও ২ ছক্কায়।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আগে ব্যাটিং করে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ড নিজের করে নিলেন কোহলি (৬২), ছাড়িয়ে গেলেন পাকিস্তানের বাবর আজমকে (৬১)।
এই তালিকায় এই দুজনের পরে আছেন ক্রিস গেইল (৫৭), ডেভিড ওয়ার্নার (৫৫), জস বাটলার (৫২), ফাফ দু প্লেসি (৫২)।
আগে-পরে ব্যাটিং মিলিয়ে বিশ ওভারের ক্রিকেটে কোহলির পঞ্চাশ ছোঁয়া ইনিংস এখন ১১১টি। এখানে তিনি ছাড়িয়ে গেছেন গেইলকে (১১০)। তার ওপরে আছেন কেবল ওয়ার্নার (১১৭)।
এই ১১১টি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের মধ্যে কোহলির সেঞ্চুরি ৯টি ও ফিফটি ১০২টি। ১০৯টি ফিফটি নিয়ে তার ওপরে শুধু অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই সংস্করণে জাতীয় দলকে বিদায় জানিয়ে দেওয়া কোহলি সবশেষ ছয় ইনিংসের চারটিতেই করলেন ফিফটি। এবারের আইপিএলে সব মিলিয়ে ৯ ইনিংসে তার ফিফটি হলো পাঁচটি, ঘরের মাঠ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চার ইনিংসে প্রথম।
এদিন জফ্রা আর্চারের বলে শুরুতে কয়েকবার অল্পের জন্য বেঁচে যান কোহলি। ছন্দ পাওয়ার পর তিনি এগিয়ে যায় আপন চেহারায়। ফিফটি করেন কেবল ৩২ বলে।
পরে আর্চারের স্লোয়ার ডেলিভারিতে ক্যাচ দিয়ে শেষ হয় তার চমৎকার ইনিংসটি। টি-টোয়েন্টিতে ১১ ইনিংসে প্রথমবার কোহলিকে আউট করতে পারলেন এই ইংলিশ পেসার।