স্প্যানিশ ফুটবল
বার্সেলোনা অধিনায়কের একটি বার্তা তাকে কতটা সাহায্য করেছে, জানালেন লামিনে ইয়ামাল।
Published : 24 Apr 2025, 06:09 PM
দারুণ ছন্দে এগিয়ে চলা লামিনে ইয়ামাল তার এমন চমৎকার ধারাবাহিক পারফরম্যান্সের জন্য রাফিনিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। বার্সেলোনার তরুণ এই স্প্যানিশ ফরোয়ার্ডের মতে, অধিনায়কের একটি পরামর্শ অনেক সাহায্য করেছে তাকে।
বার্সেলোনা ও স্পেনের হয়ে দুর্দান্ত স্কিল আর অবিশ্বাস্য ধারাবাহিকতায় অল্প বয়সেই তারকাখ্যাতি পেয়ে গেছেন ইয়ামাল। এরই মধ্যে গড়েছেন বেশ কিছু রেকর্ড-কীর্তি। অনেকে ভুলেই যেতে পারেন, তার বয়স কেবল ১৭!
এই মৌসুমে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত তিনি গোল করেছেন ১৪টি। এছাড়া সতীর্থদের ২২টি গোলে রেখেছেন অবদান।
ইএসপিএন এর সঙ্গে আলাপে দারুণ প্রতিভাবান এই ফুটবলার তুলে ধরলেন, রাফিনিয়ার পরামর্শ কীভাবে সাহায্য করেছে তাকে। যদিও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তাকে ঠিক কী বলেছিলেন, তা প্রকাশ করতে চাননি তিনি।
“রাফিনিয়ার থেকে আমি সেরা পরামর্শটা পেয়েছি। প্রায় দুই মাস আগের ঘটনা। এমন একটি বার্তা ছিল, যা সত্যিই আমাকে অনেক সাহায্য করেছে। (আগে) কেউ কখনও আমাকে এমন কিছু বলেনি।”
“ওই মুহূর্তে, আমি বুঝতে পেরেছিলাম যে, এটা এমন কিছু যা আমার প্রয়োজন এবং আমি সেটা জানতাম না। একজন মানুষ ও অধিনায়ক হিসেবে দারুণ কাজ করছে রাফিনিয়া।”
এই মৌসুমে আগেই একটি শিরোপা জেতা বার্সেলোনা আরও তিনটির লড়াইয়ে আছে। লা লিগায় তারা শীর্ষে আছে রেয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে। কোপা দেল রের ফাইনালে আগামী শনিবার মুখোমুখি হবে এই দুই দল।
আর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে খেলবে হান্সি ফ্লিকের দল।