গল্পে দেখা যাবে দেড় থেকে দুই হাজার বছর আগের রাজবংশের উত্তরাধিকার সংকটের কাহিনী, যেখানে নারীকে কেবল সন্তান উৎপাদনের মাধ্যম হিসেবে দেখানো হয়েছে।
Published : 24 Apr 2025, 09:43 PM
দেড় থেকে দুই হাজার বছর আগের সামাজিক বাস্তবতায় নারীর অবস্থান নিয়ে মঞ্চ নাটক ‘পোহালে শর্বরী’ প্রদর্শনীতে হতে যাচ্ছে শনিবার।
রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এদিন সন্ধ্যা ৭টায় থিয়েটার নাট্যদল নাটকটির মঞ্চায়ন করবে।
নাটকটি সুরেন্দ্র বর্মার ‘সুরয কি অন্তিম কিরণ সে সুরয কি পহেলি কিরণ তক’ থেকে অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। নির্দেশনা দিয়েছেন রামেন্দু মজুমদার। সংযুক্ত নির্দেশনায় রয়েছেন ত্রপা মজুমদার।
অভিনয় করছেন গুলশান আরা, মাহমুদা আক্তার লিটা, নাজমুন নাহার নাজু, সামিয়া মহসীন, আপন আহসান, নূর-এ-খোদা মাশুক সিদ্দীকি, শেকানুল ইসলাম শাহী, মুশফিকুর রহমান, সামিরুল আহসান, তানভীর হোসেন সামদানী, তানভীন সুইটি, তানজুম আরা পল্লী, রাশেদুর রহমান, রবিন বসাক, ত্রপা মজুমদার, জোয়ারদার সাইফ।
নাটকের গল্পে দেখা যাবে দেড় থেকে দুই হাজার বছর আগের রাজবংশের উত্তরাধিকার সংকটের কাহিনী, যেখানে নারীকে কেবল সন্তান উৎপাদনের মাধ্যম হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি ধর্মীয় অনুশাসন ও রাজনীতির কূটকৌশলের শিকার পুরুষের চিত্রও উঠে এসেছে।
নির্দেশক রামেন্দু মজুমদার বলেন, বিষয়বস্তুর জন্যই তারা নাটকটি মঞ্চে আনার উৎসাহ পেয়েছেন।
ত্রপা মজুমদার বলেন, “নাটকটির প্রতিটি চরিত্রের জন্য আমরা দুইজন করে অভিনেতা তৈরি করেছি। ফলে একদিকে যেমন দলের বেশি কর্মী কাজের সুযোগ পেয়েছেন, অন্যদিকে তেমনি কারও সমস্যার কারণে যেন প্রদর্শনী থেমে না যায়, সেটিও বিবেচনায় রাখা হয়েছে।”
সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনীর আগে বিকাল সাড়ে ৫টায় মহিলা সমিতির বহিরাঙ্গনে প্রদর্শিত হবে উন্মুক্ত নাটক 'অদৃশ্য হাত'। খুরশীদ আলমের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন রবিন বসাক।