'রূপান্তর' দেখাল প্রাচ্যনাট স্কুল
ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শনিবার সন্ধ্যায় মঞ্চস্থ হলো ‘প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন’র ৪৬তম ব্যাচের সমাপনী প্রযোজনা ‘রূপান্তর’। লেখক ফ্রানৎস কাফকা’র ‘দ্য মেটামরফোসিস’ অবলম্বনে এই নাটকটির ভাবনা, দৃশ্য নির্মাণ ও সমন্বয় করছেন প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ।