বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার শিল্পকলা একাডেমিতে নাটকটি দেখা মঞ্চস্থ হবে।
Published : 26 Feb 2025, 03:27 PM
শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রযোজনায় ঢাকার মঞ্চে নতুন নাটক ‘আত্মজয়’।
বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে দেখা যাবে নাটকটি।
‘আত্মজয়’ রচনা করেছেন মোমেনা চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন শামীম সাগর।
মোমেনা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ‘আত্মজয়’ নাটকটি মূলত আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতার উপর ভিত্তি করে নির্মিত।
মোমেনা চৌধুরীর ভাষ্য, “সাম্প্রতিক বছরগুলোতে তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। সামাজিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, শিক্ষা ও পেশাগত ব্যর্থতা, আর্থিক সংকট এবং পারিবারিক মতানৈক্য এসব কারণ মানসিক চাপকে তীব্র করে তোলে।"
এই নাটকটি সামাজিক বার্তা তুলে ধরব জানিয়ে মোমেনা বলেছেন, একে অপরের পাশে দাঁড়ালে আত্মহত্যা প্রতিরোধ সম্ভব।
‘আত্মজয়’ নাটকে অভিনয় করবেন মোমেনা চৌধুরী, তাহমিনা সুলতানা মৌ, রাফিউল রাকি, আনুশকা দেবনাথসহ অনেকে।