সপ্তাহের তিনদিন মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে প্রচার হচ্ছে নাটকটি।
Published : 17 Apr 2025, 09:42 PM
একঝাঁক তারকা নিয়ে বাংলাভিশনে শুরু হয়েছে হাসির নতুন ধারাবাহিক নাটক 'মাথা গরম ফ্যামিলি'।
নাটকটি রচনা করেছেন আল আমিন স্বপন এবং পরিচালনায় রয়েছেন তাইফুর জাহান আশিক।
বিজ্ঞপ্তিতে বাংলাভিশন জানিয়েছে, সপ্তাহের তিনদিন মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাত ৮টা ২৫ মিনিটে প্রচার হচ্ছে নাটকটি।
নাটকটি নিয়ে পরিচালক আশিক বলেন, "প্রতিবারের মত এবারের কনটেন্টটিও ভিন্নধর্মী ও বিনোদনে ভরপুর। হাস্যরসাত্মক এই ধারাবাহিকটি দর্শকের মন ভালো করে দেবে। সবার ভালো লাগবে আশা করি।"
'মাথা গরম ফ্যামিলি' নাটকে অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই, মাসুম বাসার, আশরাফুল আলম সোহাগ, সাদ্দাম মাল,স্বর্ণলতা, সফিক আহমেদ দিলু, হানিফ পালোয়ান, ফারজানা আহসান মিহি, হারুন উর রশীদ বান্টি, লাবণ্য লিজাসহ অনেকে।