পুলিশ জানায়, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।
Published : 19 Apr 2025, 03:03 PM
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়কের পাশ থেকে একজনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে উপজেলার আসানবাড়ি এলাকায় মরদেহটি পাওয়া যায় বলে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানান।
নিহত রাশেদুল ইসলাম (৪০) উপজেলা সদরের ওয়াপদা বাঁধ এলাকার আব্দুল কাদেরের ছেলে। তিনি পেশায় পিকআপ চালক।
নিহতের মা আকলিমা খাতুন বলেন, “রাশেদুল শুক্রবার রাতে একাই বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে ছেলের লাশ পাওয়া গেল। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে আমরা কিছুই বুঝতে পারছি না। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তি দাবি জানাই।”
ওসি জিয়াউর রহমান বলেন, “রাশেদুলকে গলা কেটে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি; এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।