‘সাতকাহন’ নাটকটিতে উঠে এসেছে তিন নারীর গল্প, আর ‘ভালোবাসা ও মুক্তির সন্ধি’ ঘটেছে ‘দ্য রুলস অফ লাভ’ নাটকে; সপ্তাহ জুড়ে এ দুটি নাটকের প্রদর্শনী রয়েছে।
Published : 02 Jan 2025, 06:40 PM
নতুন দুটি নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে নতুন বছর শুরু হচ্ছে নাট্যাঙ্গনে, চলতি সপ্তাহ জুড়ে যাদের একাধিক প্রদর্শনী রয়েছে।
এর মধ্যে তিন নারীর গল্প নিয়ে ‘সাতকাহন’ নাট্কটি মঞ্চে আনছে নবরস নৃত্য ও নাট্যদল। এটি তাদের চতুর্থ প্রযোজনা। আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ মঞ্চে আনছে ‘দ্য রুলস অফ লাভ’।
নবরস নৃত্য ও নাট্যদল বলছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ও শুক্রবার বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় ঢাকার নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে সাতকাহনের তিনটি প্রদর্শনী হবে।
সাতকাহন লিখেছেন শামীম সাগর, মঞ্চে নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা। নাটকটিতে তিন নারীর চরিত্রে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, সৈয়দা শামছি আরা ও মিতা গাঙ্গুলী। বছরের প্রথমদিন বুধবার আমন্ত্রিত অতিথিদের জন্য নাটকটির বিশেষ প্রদর্শনী হয়েছে।
২০১৮ সালের ১৩ এপ্রিল যাত্রা শুরুর পর নবরস নৃত্য ও নাট্যদল সাতকাহন বাদে তিনটি নাটক মঞ্চে এনেছে। ২০২৩ সালে তারা মঞ্চে আনে নাটক ‘ঊনপুরুষ’, গতবছর মঞ্চায়ন করে ‘আর্তনাদ’ ও ‘দ্যা ক্লেইম’ নাটক।
অপরদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ ‘দ্য রুলস অফ লাভ’ নাটকটি গত ডিসেম্বরেই মঞ্চে এনেছে। এবার ঢাকার দর্শকের সামনে আসছে নাটকটি।
আগামী শুক্র ও শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে বিকাল সাড়ে ৩টায় ও সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটির টানা চারটি প্রদর্শনী হবে। এর জন্য টিকেটের ব্যবস্থা রয়েছে।
এলিফ শাফাক ও নাইজেল ওয়াটসের উপন্যাস অবলম্বনে 'দ্য রুলস অব লাভ' নির্দেশনা দিয়েছেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী তানজির। এতে অভিনয় করছেন বিভাগটির ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
নির্দেশক মেহেদী তানজির বলেন, “মূলত দুই সময়ের প্রেক্ষাপট ভালোবাসা ও মুক্তি লাভের সন্ধি ঘটেছে এই নাটকে। রুমি ও শামসের বন্ধুত্ব-বিচ্ছেদ এবং এলা রুবিনস্টাইনের পরিবার ও ভালোবাসার গল্পকে কেন্দ্র করে এই নাটক।”
এতে অভিনয় করছেন মো. শাকিল আহমেদ, রাফেল আফ্রাদ, পল্লব বিশ্বাস, জাফরিন হক তরু, পরাগ বর্মন, শাহিন আলম, ফাতেমা তুজ যাহরা, ইশরাত জান্নাত, মনীষা সাহা, হাবিবা আক্তার পিংকি, সামিয়া সুলতানা চারু, সুমাইয়া খান কানিজ, লাবনী রানী পন্ডিত, আফিয়া জাহান প্রার্থনা, ফারহানা আমবেরীন লিওনা, তৃপ্তি রানী রায়, পিপাসা সাহা গৌরী ও প্রিয়াংকা রানী দাস।