“বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ছবি দেখার মানসিকতায় নেই। তাই ভারতে নির্দিষ্ট দিনে ১৫ অগাস্টে সিনেমাটি মুক্তি পাবে। বাংলাদেশের কথা এখনই বলতে পারছি না।”
Published : 06 Aug 2024, 06:52 PM
বাংলাদেশের আওয়ামী লীগ নেতৃত্বধীন সরকারের পতন ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির আঁচ পড়েছে ভারতের কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতেও। কলকাতার যে কটি সিনেমায় ঢাকায় অভিনয় শিল্পীরা কাজ করছে সেই সব সিনেমার নির্মাতা-প্রযোজকরা বিপাকে পড়েছেন। কারণ ঢাকা থেকে অভিনেতা-অভিনেত্রীরা এই মুহুর্তে কলকাতায় যেতে পারছেন না।
এছাড়া কলকাতা-ঢাকায় একদিন আগে-পরে পরিচালক মৃণাল সেনকে নিয়ে তৈরি সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমা মুক্তির যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তাতেও রদবদল আনতে হচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।
আনন্দবাজার লিখেছে, ঢাকার অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত ‘পদাতিক’ ১৬ অগাস্ট বাংলাদেশে মুক্তি পাচ্ছে কী না তা জানতে এই বাংলা দৈনিকটি সিনেমার প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনসের সঙ্গে যোগাযোগ করেছিল।
প্রযোজক ফিরদৌসল হাসান বলেন, “এখন ওপার বাংলায় (বাংলাদেশ) সিনেমা মুক্তি সম্ভব নয়। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে সিনেমা দেখার মানসিকতায় নেই। তাই ভারতে নির্দিষ্ট দিনে ১৫ অগাস্টে সিনেমাটি মুক্তি পাবে। বাংলাদেশের কথা এখনই বলতে পারছি না।”
গত বছরের শেষ নাগাদ খবর আসে, মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে নিয়ে একটি সিনেমা বানাবেন সৃজিত। আর তাতে মৃণাল চরিত্রে তিনি বেছে নেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে।
গত বছর ১৫ জানুয়ারি শুরু হয় ‘পদাতিক’ এর শুটিং। কলকাতা, মুম্বাইসহ বেশ কিছু স্থানে শুটিং হয়। দেশের বাইরেও কিছু দৃশ্য ধারণ করতে হয়েছে।
এ সিনেমায় প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও তার সময়ের গল্প এঁকেছেন সৃজিত। মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত ১৪ মে কলকাতার প্রেক্ষাগৃহে প্রকাশিত হয় ১ মিনিটি ৩৭ সেকেন্ডের সিনেমার টিজার।
মুক্তির আগে দেশে-বিদেশে চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেছে 'পদাতিক'। কিছুদিন আগে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে ‘স্ত্রিন প্লে’ শাখায় পুরস্কার জিতে নিয়েছে এ সিনেমা। এর আগে ‘পদাতিক’ এর প্রিমিয়ার শো হয় ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে’।
এদিকে ফিরদৌসলের আরও একটি সিনেমা ‘চালচিত্র’ মুক্তি পেতে পারে দুর্গাপূজায়। এই সিনেমা দিয়ে কলকাতার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখছেন ঢাকার অভিনেতা জ়িয়াউল ফারুক অপূর্ব। সিনেমার কাজ এগিয়েছে অনেকটাই। কিন্তু বাকিটা সারতে অপূর্ব কবে নাগাদ কলকাতায় যেতে পারবেন সেই দিন তারিখ বলা যাচ্ছে না।
তাই ‘চালচিত্র’ নিয়েও চিন্তিত এর নির্মাতা। ‘চালচিত্র’ সিনেমায় অপূর্ব খল চরিত্রে কাজ করছেন। প্রতীম ডি গুপ্ত পরিচালিত চালচিত্র সিনেমায় আরও অভিনয় করছেন রাইমা সেন, টোটা রায় চৌধুরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তী, ইন্দ্রজিৎ বোস, শান্তনু মহেশ। এটি একটি থ্রিলার ঘরানার সিনেমা।
কলকাতার প্রযোজক অতনু রায়চৌধুরীর আগামী সিনেমার নায়িকা বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই সিনেমায় নায়ক দীপক অধিকারী দেবের নায়িকা হচ্ছেন ফারিণ। সিনেমায় ফের বাবা-ছেলের চরিত্রে জুটি বাঁধছেন মিঠুন চক্রবর্তী এবং দেব।
‘প্রতীক্ষা’ নামের ওই সিনেমার শুটিং শুরুর কথা নভেম্বরে। কিন্তু চিত্রনাট্য শুনতে ফারিণের কলকাতা যাওয়ার কথা ছিল এরি মধ্যে।
অতনু বলেছেন, “রোজ ফারিণের সঙ্গে কথা হচ্ছে। এই মাসেই ফারিণের কলকাতায় আসার কথা ছিল। আমাদের সঙ্গে বসে চিত্রনাট্য শুনবে। তার পর মহড়া দেবে। আপাতত সব বন্ধ।”
তবে এই অতনু বলেছেন নভেম্বরে শুটিং হলে তার হাতে সময় রয়েছে। তার আগে বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয়ে যাবে বলে প্রত্যাশা করছেন তিনি।
ফারিণ এবার দেবের নায়িকা, সঙ্গী মিঠুনও
আমি কেবল গল্প দেখে কাজ করি: অপূর্ব
'পদাতিক' সিনেমায় কবীর সুমনের গান
ঢাকা ও কলকাতায় একই দিনে আসছে 'পদাতিক
চরিত্র হয়ে উঠতে প্রয়োজন অনেক কিছু: মৃণালকে নিয়ে চঞ্চল
মৃণাল না চঞ্চল, চাঞ্চল্য চঞ্চলেও
মৃণাল সেন হয়ে আসছেন চঞ্চল চৌধুরী
মৃণাল আর চঞ্চল মিলেমিশে 'মৃণাঞ্চল'