সুমনের লেখা ও সুর করা গানটির শিরোনাম ‘জনতার হাতে হাতে ঘোরো তুমি নিশানের মত’।
Published : 01 Aug 2024, 10:01 AM
এক দশক আগে অ্যান্টনি ফিরিঙ্গিকে নিয়ে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির ‘জাতিস্মর’ সিনেমায় গান-সুরের মুন্সিয়ানা দেখিয়েছিলেন গায়ক কবীর সুমন। দশ বছর বাদে এই সংগীত শিল্পী যুক্ত হয়েছেন সৃজিতের নতুন সিনেমা ‘পদাতিক’ এর সঙ্গেও।
আনন্দবাজার লিখেছে, প্রখ্যাত পরিচালক মৃণাল সেনকে নিয়ে বানানো এ সিনেমায় সুমনের একটি গান ব্যবহার করতে চাইছিলেন সৃজিত। সেজন্য সুমনের সঙ্গে যোগাযোগও করেন। সুমন এই পরিচালকের অনুরোধ ফেলতে পারেননি।
সুমন বলেন, “সৃজিতের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক। সেই জায়গা থেকে আমার গাওয়া, লেখা এবং সুর করা তার পছন্দের একটি গানের কথা আমাকে জানান এবং বলেন যে ওই গানটি তিনি ‘পদাতিক’ সিনেমার ব্যবহার করতে চান। আমি না বলিনি।”
সুমনের লেখা ও সুর করা গানটির শিরোনাম– ‘জনতার হাতে হাতে ঘোরো তুমি নিশানের মত’।
সুমন জানিয়েছেন, এই গানটি তার কোনো অ্যালবামে তিনি রাখেননি।
“সম্ভবত কোনো অনুষ্ঠানে গেয়েছিলাম, সেখানে সৃজিত হয়ত শুনেছিলেন।”
সৃজিতের অনুরোধে গত মাসে তিনি সিনেমার জন্য গানটি রেকর্ড করেছেন, গানের সঙ্গে হারমোনিকাও বাজিয়েছেন।
আগামী ১৫ অগাস্ট ঢাকা ও কলকাতায় একসঙ্গে মুক্তি পাচ্ছে ‘পদাতিক’।
গত বছরের শেষ নাগাদ খবর আসে, মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে নিয়ে একটি সিনেমা বানাবেন সৃজিত। আর তাতে মৃণাল চরিত্রে তিনি বেছে নেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে।
গত বছর ১৫ জানুয়ারি শুরু হয় ‘পদাতিক’ এর শুটিং। কলকাতা, মুম্বাইসহ বেশ কিছু স্থানে শুটিং হয়। দেশের বাইরেও কিছু দৃশ্য ধারণ করতে হয়েছে।
এ সিনেমায় প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও তার সময়ের গল্প এঁকেছেন সৃজিত। মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত ১৪ মে কলকাতার প্রেক্ষাগৃহে প্রকাশিত হয় ১ মিনিটি ৩৭ সেকেন্ডের সিনেমার টিজার।
মুক্তির আগে দেশে-বিদেশে চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেছে 'পদাতিক'। কিছুদিন আগে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে ‘স্ত্রিন প্লে’ শাখায় পুরস্কার জিতে নিয়েছে এ সিনেমা। এর আগে ‘পদাতিক’ এর প্রিমিয়ার শো হয় ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে’।
পুরনো খবর
ঢাকা ও কলকাতায় একই দিনে আসছে 'পদাতিক'
চরিত্র হয়ে উঠতে প্রয়োজন অনেক কিছু: মৃণালকে নিয়ে চঞ্চল
মৃণাল না চঞ্চল, চাঞ্চল্য চঞ্চলেও
মৃণাল সেন হয়ে আসছেন চঞ্চল চৌধুরী
মৃণাল আর চঞ্চল মিলেমিশে 'মৃণাঞ্চল'
'পদাতিক' নিয়ে লন্ডনে চঞ্চল-সৃজিত
'পদাতিক' সেরা 'স্ক্রিন প্লে' জিতল নিউ ইয়র্কে