আব্দুল আজিজ গ্লিটজকে বলেন, "আমাদের দেশের অভিনেতার সিনেমা এটি, আমাদের দেশের দর্শকও যেন একই দিনে সিনেমাটি দেখতে পারে, তাই সিনেমাটি আমদানির উদ্যোগ নিয়েছি।”
Published : 15 Jul 2024, 08:49 AM
বাংলাদেশ এবং ভারতে একই দিনে মুক্তি পাচ্ছে প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে তৈরি সিনেমা ‘পদাতিক’।
আগামী ১৫ অগাস্ট এই বায়োপিক যে ভারতে মুক্তি পাচ্ছে, সে খবর এসেছিল আগেই। এবার প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, একই দিনে বাংলাদেশের হলেও ‘পদাতিক’ আসছে।
এই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে।
সিনেমাটি বাংলাদেশে আমদানি নিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ রোববার গ্লিটজকে বলেন, “আমাদের দেশের অভিনেতার সিনেমা এটি, আমাদের দেশের দর্শকও যেন একই দিনে (১৫ অগাস্ট) সিনেমাটি দেখতে পারে, তাই সিনেমাটি আমদানির উদ্যোগ নিয়েছি। তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি, অনুমতি পেলে সিনেমাটি একই দিনে মুক্তি দেওয়া হবে।"
এর আগে বিভিন্ন সময়ে আমদানি করা সিনেমার ক্ষেত্রে দেখা গেছে মন্ত্রণালয়ের অনুমতি থাকলেও চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন সিনেমা মুক্তিতে বাধা দিয়েছে।
‘পদাতিকের’ ক্ষেত্রে এমন কোনো পরিস্থিতি তৈরি হবে কি না প্রশ্ন করলে তিনি বলেন, "বাংলা সিনেমার ক্ষেত্রে এত কিছু লাগে না। মন্ত্রণালয় থেকে অনুমতি হলেও হয়। তাই কোনো বাধা পাওয়ার আশঙ্কা আমরা করছি না।”
গত বছরের শেষ নাগাদ খবর আসে, মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে নিয়ে একটি সিনেমা বানাবেন সৃজিত, সিনেমার নাম 'পদাতিক'।
এ সিনেমায় প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও তার সময়ের গল্প এঁকেছেন সৃজিত। মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত ১৪ মে কলকাতার প্রেক্ষাগৃহে প্রকাশিত হয় ১ মিনিটি ৩৭ সেকেন্ডের সিনেমার টিজার। এর আগে ‘পদাতিক’ এর প্রিমিয়ার শো হয় ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে’।
কীভাবে মৃণাল সেন হয়ে উঠলেন চঞ্চল? সে বিষয়ে এর আগে চঞ্চল বলেছিলেন, “আমাকে কিছু বইপত্র দেওয়া হয়েছে, কিছু ভিডিও দেওয়া হয়েছে। সেটা তো একটা ব্যাপার। কিন্তু মানুষটার ভেতরটা, মানুষটার দৃঢ়তা, অন্তরটা তো দেখা যায় না। এ বিষয়গুলো আসলে অনুভব করতে হয়। তার সিনেমার বক্তব্য, সিনেমা তৈরির উদ্দেশ্য সবগুলো বুঝে নেওয়ার প্রস্তুতি চলেছে। কঠিন এবং সময়সাপেক্ষ কাজ। আমার এখানেই একটু অতৃপ্তি রয়েছে, আরো বেশি সময় ধরে তাকে বুঝতে হত। আরো বেশি সময় দরকার ছিল।”
পুরনো খবর
চরিত্র হয়ে উঠতে প্রয়োজন অনেক কিছু: মৃণালকে নিয়ে চঞ্চল
মৃণাল না চঞ্চল, চাঞ্চল্য চঞ্চলেও
মৃণাল সেন হয়ে আসছেন চঞ্চল চৌধুরী
মৃণাল আর চঞ্চল মিলেমিশে 'মৃণাঞ্চল'
'পদাতিক' নিয়ে লন্ডনে চঞ্চল-সৃজিত
'পদাতিক' সেরা 'স্ক্রিন প্লে' জিতল নিউ ইয়র্কে