‘প্রতীক্ষা’তেও বাবা-ছেলের ভূমিকায় আসছেন মিঠুন ও দেব।
Published : 04 Aug 2024, 10:10 AM
কলকাতার বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে ফের নাম লেখালেন ঢাকার ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আর তার নায়ক হচ্ছেন পশ্চিমবঙ্গের নায়ক দীপক অধিকারী দেব।
এ সিনেমা দিয়ে ফের জুটি বাঁধছেন ‘প্রজাপতি’ সিনেমায় জনপ্রিয়তা পাওয়া দেব এবং মিঠুন চক্রবর্তী। এখানেও বাবা-ছেলের ভূমিকায় আসছেন দুজন।
কলকাতায় ফারিণের নতুন এই সিনেমার খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। সিনেমার নাম ‘প্রতীক্ষা’; এর আগে ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে টালিগঞ্জে বড় পর্দায় অভিষেক হয়েছিল ফারিণের।
‘প্রতীক্ষা’ পারিবারিক গল্পের সিনেমা। এটি পরিচালনা করছেন অভিজিৎ সেন, চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। শুটিং শুরু হবে নভেম্বর মাসে। অধিকাংশ দৃশ্যধারণের কাজ হবে লন্ডনে, কিছুটা অংশ কলকাতায়।
সিনেমার খবর জানতে তাসনিয়া ফারিণকে ফোন করলেও তার সাড়া মেলেনি।
ওটিটি প্ল্যাটফর্মে‘কারাগার’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজের সুবাদে ঢাকার পাশাপাশি কলকাতার দর্শকদের কাছেও ফারিণ পরিচিত। অতনু ঘোষের সিনেমা ‘আরও এক পৃথিবী’তে অভিনয়ের জন্য পশ্চিমবঙ্গের 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস' এ সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।
এছাড়া ‘পাত্রী চাই’ নামে কলকাতার আরেকটি সিনেমায় ফারিণ চুক্তিবদ্ধ হয়েছেন, যা পরিচালনা করছেন বিপ্লব গোস্বামী।
দেশেও অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন ফারিণ। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তির অপেক্ষায় তার শর্ট ফিল্ম 'একটি খোলা জানালা'।