মুক্তির দশকপূর্তিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে ৯ মে।
Published : 24 Apr 2025, 07:09 PM
বাঙালি বাবা-মেয়ের অম্ল-মধুর সম্পর্কের গল্প নিয়ে এক দশক আগে যে সিনেমাটি দর্শক সাদরে গ্রহণ করেছিল, সেটি ফের মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।
নির্মাতা সুজিত সরকারের পরিচালনায় ‘পিকু’ মুক্তি পায় ২০১৫ সালে। ‘পিকুর’ গল্প এগিয়েছে ৭০ বছর বয়সী বৃদ্ধ ভাস্কর ব্যানার্জীকে নিয়ে, যিনি দিল্লিতে তার মেয়ে পিকুর সঙ্গে বসবাস করেন। সিনেমায় দিল্লি থেকে কলকাতার এক যাত্রায় তাদের সঙ্গী হন রানা চৌধুরী নামের এক ব্যক্তি।
এই তিন চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন এবং ইরফান খান। সিনেমায় আরও অভিনয় করেছেন মৌসুমি চ্যাটার্জি এবং যীশু সেনগপ্ত।
হিন্দুস্তান টাইমস লিখেছে মুক্তির দশকপূর্তিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে ৯ মে। আর এই ঘোষণা এসেছে অমিতাভ বচ্চনের কাছ থেকে।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন দীপিকা। তাতে সিনেমার কয়েকটি দৃশ্য এবং অমিতাভের একটি ঘোষণা আছে।
ভিডিওতে সম্ভাষণ জানিয়ে অমিতাভ বলেন, " ‘পিকু’, মনে আছে? পিকু, ভাস্করদা, তারা একটা রোড ট্রিপে গিয়েছিল। মনে নেই? এটা একটা অসাধারণ যাত্রা ছিল। অপ্রত্যাশিত এবং অবিস্মরণীয়।"
অমিতাভের কথায়, "আবেগ, হাসি এবং উত্তেজনাও ছিল। পিকু আপনার কাছের প্রেক্ষাগৃহে ফের মুক্তি পাচ্ছে। দেখবেন, তাই তো?"
দীপিকা বলেছেন, ‘পিকু’ এমন একটি সিনেমা, যা সবার হৃদয়ে আছে। কথায় কথায় ইরফানকে স্মরণ করে দীপিকা বলেন, “ইরফান, আমরা তোমাকে মিস করছি! এবং মাঝে মাঝে তোমার কথা ভাবি।"
নানা দৃশ্যে কলকাতার অলিগলি, অমিতাভের মুখে বাংলা বুলিতে সিনেমাটি মানুষের মন জিতে নেয়। এছাড়া অভিনেতা ইরফান খানের সঙ্গে দীপিকার অন্য রকম রসায়নও ছিল নজর কাড়া।
বক্স অফিসে সফল পিকু ওই বছরে ভারতের বাইরেও ভালো আয় করেছিল। বলিউডে চাকচিক্যময় গ্ল্যামারের বাইরে গিয়ে সিনেমাকে বলা হয়েছিল সফল একটি ‘ফ্যামিলি ড্রামা’।