এতে প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
Published : 25 Apr 2025, 10:57 AM
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি বাজারের ১০ দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এতে প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কুশলা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোটালীপাড়া স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম।
তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু তার আগেই বেশ কিছু দোকান পুড়ে যায়।
কুশলা বাজার কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান বলেন, রাত সাড়ে ৩টা দিকে খবর পাই বাজারে আগুন লেগেছে। এসে দেখি বেশিরভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
“ততক্ষণে বাজারের শহিদুল ফকিরের চায়ের দোকান, সাইয়াদুল শেখের মুদি দোকান, ওমর মৃধার ফলের দোকান, ইমরুল মোল্লার মুদি দোকান, কামরুল চৌধুরীর ফার্মেসী, আমিন চৌধুরী চায়ের দোকান, কপিল বিশ্বাসের মোবাইলের দোকান, রিয়াজ চৌধুরীর মৎস্য অফিস, গোপাল শীলের সেলুনসহ ১০ দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।”
এই ব্যবসায়ী নেতা বলেন, “এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাংক ও এনজিও থেকে লোন এনে ব্যবসা পরিচালনা করছিলেন। অগ্নিকাণ্ডে তাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন তারা ঋণ পরিশোধ করবে কীভাবে?
অগ্নিকাণ্ডে অন্তত ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে হাফিজুর রহমান বলেন, “তাই আমি সরকার ও বিত্তবানদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইয়াদুল শেখ বলেন, “আমি প্রায় আড়াই লাখ টাকার লোন নিয়ে এই মুদি দোকানটি করেছিলাম। আগুনে পুড়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি ব্যাংক ও এনজিওর লোন পরিশোধ করবো কীভাবে?”
কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। তারপর জানানো যাবে কত টাকার ক্ষতি হয়েছে।