হতাহতরা সবাই ওই প্রাইভেট ক্যাথলিক স্কুলের শিক্ষার্থী।
Published : 25 Apr 2025, 11:03 AM
ফ্রান্সের পশ্চিমের শহর নঁতে-তে এক হাই স্কুলে ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে ওই স্কুলের আরেক শিক্ষার্থী নিহত ও আরও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার নতর-দাম-দ্য-তুত-এইদ নামের একটি প্রাইভেট ক্যাথলিক স্কুলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে হাজির হওয়ার আগেই হামলাকারী ওই শিক্ষার্থীকে শিক্ষকরা কাবু করে ফেলেন, বলেছেন পুলিশের এক মুখপাত্র।
ফরাসী টিভি চ্যানেল বিএফএম টিভির এক খবরে নিহত শিক্ষার্থীটি মেয়ে এবং আহত তিনজন ছেলে বলে জানানো হয়েছে। পুলিশ নিহতের বয়স, পরিচয় কিছুই জানায়নি।
দুপুরের দিকে হামলার পর বাকি শিক্ষার্থীদের স্কুলের ভেতরেই রাখা হয়েছিল, পরে বিকালের দিকে পুলিশি সুরক্ষায় তাদের যেতে দেওয়া হয়। এ সময় অসংখ্য অভিভাবক স্কুলের বাইরে অপেক্ষা করেন।
হামলাকারী শিক্ষার্থীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তার মধ্যে নাৎসিদের প্রতি সহানুভূতি আছে বলে সাংবাদিকদের বলেছেন এক সহপাঠী।
“সে নাৎসি দর্শন নিয়ে কথা বলতো। আমরা ভাবতাম, সে বোধহয় লোকজনকে হাসাতে এগুলো বলতো। আমরা যেটা শুনেছি, সে হিটলারের নাৎসি দর্শন ফিরিয়ে আনতে চাইতো,” স্কুলের বাইরে সাংবাদিকদের বলেন ওই শিক্ষার্থী।
ছুরি হামলার কিছুক্ষণ আগে হামলাকারী স্কুলকে একটি দীর্ঘ ইমেইল পাঠিয়েছিল, যেখানে পরিবেশবাদী ও গ্লোবালাইজেশনবিরোধী নানান বার্তা থাকলেও সম্ভাব্য হামলা বিষয়ে কোনো উল্লেখ ছিল না, বলছে ফরাসী গণমাধ্যমগুলো।
দেশটির রক্ষণশীল স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও হামলাকারীর অতীত বা উদ্দেশ্য সম্পর্কে কিছু বলেননি।
“শৃঙ্খলা, নিয়মনীতির অভাব এবং শৈথিল্যপূর্ণ পরিবেশের ফলেই এ ধরনের সহিংসতা হয়,” নঁতে-তে সাংবাদিকদের বলেছেন তিনি।
নঁতের মেয়র জোয়ানা রোলঁ বলেছেন, এখনি এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগসাজশ দাঁড় করানো ঠিক হবে না।
“দেশের তরুণদের মানসিক স্বাস্থ্য এমন একটি প্রসঙ্গ, যা নিয়ে আওয়াজ উঠানো দরকার,” বলেছেন তিনি।