স্প্যানিশ ফুটবল
তার আগেভাগে ফেরায় মৌসুমের বাকি সময়ে বার্সেলোনার পোস্ট কে সামলাবেন, সেই আলোচনা শুরু হয়ে গেছে।
Published : 25 Apr 2025, 04:02 PM
মাসখানেক আগেও মার্ক-আন্ড্রে টের স্টেগেনের চলতি মৌসুমে মাঠে নামার উজ্জ্বল কোনো সম্ভাবনা ছিল না। তবে মাঠে ফেরার তাড়নায় সেটাই বাস্তব করে তুলেছেন তিনি। এই জার্মান গোলরক্ষককে নিয়েই কোপা দেল রের ফাইনালের স্কোয়াড ঘোষণা করেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
মৌসুমের শুরুর দিকে গত সেপ্টেম্বরে লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে ৫-১ গোলে জয়ের ম্যাচে হাঁটুতে চোট পেয়ে ছিটকে পড়েন টের স্টেগেন। শুরুতে ধারণা ছিল, চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না তিনি।
তবে প্রত্যাশিত সময়ের আগেই সুস্থ হয়ে গত মাসে অনুশীলনে ফেরেন ৩২ বছর বয়সী এই গোলরক্ষক। এবার পেয়ে গেলেন ম্যাচ খেলার ছাড়পত্রও।
কোপা দেল রের ফাইনালে শনিবার রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। সেভিয়ায় অনুষ্ঠেয় শিরোপা লড়াইটির জন্য শুক্রবার ঘোষিত স্কোয়াড জায়গা করে নিয়েছেন টের স্টেগেন।
তার আগেভাগে ফেরায় মৌসুমের বাকি সময়ে বার্সেলোনার পোস্ট কে সামলাবেন, সেই আলোচনাও শুরু হয়ে গেছে।
টের স্টেগেন তখন লম্বা সময়ের জন্য ছিটকে পড়ায়, তার শূন্যতা পূরণে ভয়চেক স্ট্যান্সনিকে চুক্তিভুক্ত করে বার্সেলোনা। অবসর ভেঙে ফেরা এই পোলিশ তারকা পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়ে ইনিয়াকি পেনিয়াকে টপকে কোচের প্রথম পছন্দের গোলরক্ষক হয়ে ওঠেন।
আসছে ক্লাসিকো ফাইনালে অবশ্য শুরুর একাদশে স্ট্যান্সনির খেলার সম্ভাবনাই বেশি। তবে চলতি মৌসুমে বড় তিনটি শিরোপার জন্য লড়ছে বার্সেলোনা। ফলে শেষভাগের ব্যস্ত সূচিতে টের স্টেগেনের শুরুর একাদশে নামারও যথেষ্ঠ সম্ভাবনা আছে।
গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয়ী কাতালান ক্লাবটি এবারের লা লিগায় রেয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে। আর চ্যাম্পিয়ন্স লিগে তারা উঠেছে সেমি-ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।