স্প্যানিশ ফুটবল
ব্রাজিলের এই তরুণ ফরোয়ার্ডকে মাঠে হাস্যকর কিছু করতে বারণ করেছেন রেয়াল মাদ্রিদ কোচ।
Published : 24 Apr 2025, 10:51 PM
গোলরক্ষককে একা পেয়েও জালে বল পাঠাতে পারেননি এন্দ্রিক। গেতাফের বিপক্ষে আরেকটি সুবর্ণ সুযোগও পারেননি কাজে লাগাতে। ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ডের এমন পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেছেন রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
লা লিগায় বুধবার তরুণ তুর্কি আর্দা গিলেরের চমৎকার এক গোলে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পেরেছে রেয়াল।
কোপা দেল রের ফাইনাল সামনে রেখে নিয়মিতদের অনেককে বেঞ্চে রেখে গেতাফের বিপক্ষে নামে রেয়াল। গত জুলাইয়ে স্প্যানিশ ক্লাবটিতে আসার পর এদিন প্রথম লিগ ম্যাচের শুরুর একাদশে জায়গা পান এন্দ্রিক।
১৮ বছর বয়সী এই ফুটবলার ম্যাচে দুটি দারুণ সুযোগ পান। প্রথমটি ৩২তম মিনিটে, বক্সের বাইরে ভিনিসিউসকে পাস দিয়ে ভেতরে ঢুকে ফিরতি পাস পেয়ে শট নেন এন্দ্রিক। গেতাফে গোলরক্ষক দাভিদ সরিয়া শটটি ঠেকিয়ে দিলেও বল জালে জড়াতে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্ত গোললাইন থেকে ক্লিয়ার করেন এক ডিফেন্ডার।
দ্বিতীয়টি ছিল আরও সহজ। ৫৫তম মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়ে যান এন্দ্রিক। চিপ শটে মাথার ওপর দিয়ে মারতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল সরাসরি যায় সরিয়ার হাতে।
এন্দ্রিকের এভাবে সুযোগ হাতছাড়া করা একদমই ভালো লাগেনি আনচেলত্তির।
“সে দুটি সুযোগ পেয়েছিল। প্রথমটিতে এর চেয়ে ভালো করতে পারত না সে। আর দ্বিতীয়টিতে সে সম্ভবত অফসাইড ছিল, কিন্তু সেটাও জালে পাঠাতে পারেনি।”
“সে তরুণ এবং তাকে শিখতে হবে, তবে তাকে যতটা সম্ভব গোল করতে হবে এবং মাঠে হাস্যকর আচরণ এড়াতে হবে। ফুটবলে নাটকের কোনো জায়গা নেই।”
ম্যাচে একটি অ্যাসিস্টের সুযোগও পেয়েছিলেন এন্দ্রিক। প্রথম গোল করা গিলেরকে পাস দিলে ২-০ গোলে এগিয়ে থাকতে পারত রেয়াল। কিন্তু সেটা না করে নিজেই শট নিয়ে লক্ষ্যে রাখতে পারেননি এন্দ্রিক।
৬৪তম মিনিটে এন্দ্রিককে তুলে জুড বেলিংহ্যামকে নামান আনচেলত্তি।
ম্যাচে বেশ কিছু সুযোগ পায় গেতাফেও। কিন্তু তারাও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়।
এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ফের চারে নামিয়ে আনে রেয়াল। ৩৩ ম্যাচে ২২ জয় ও ৬ ড্রয়ে ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট বার্সেলোনার।