স্প্যানিশ ফুটবল
এই মৌসুমে বার্সেলোনার ট্রেবল জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলছে অনেকে, যেখানে আছে দলটির সাবেক খেলোয়াড়রাও।
Published : 24 Apr 2025, 07:03 PM
মৌসুমে তিনটি বড় শিরোপার লড়াইয়ে থাকা বার্সেলোনার ট্রেবল জয়ের সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা। সেই স্রোতে গা না ভাসানোর পরামর্শ দিয়ে হান্সি ফ্লিক ও তার খেলোয়াড়দের পা মাটিতে রাখতে বললেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।
লা লিগায় বার্সেলোনা শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে। কোপা দেল রের ফাইনালে আগামী শনিবার মুখোমুখি হবে এই দুই দল।
চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে এই মাসের শেষে ইন্টার মিলানের মুখোমুখি হবে ফ্লিকের বার্সেলোনা।
বার্সেলোনার সাবেক খেলোয়াড় থিয়াগো ও আন্দ্রেস ইনিয়েস্তা সম্প্রতি দলটির ট্রেবল জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে লাপোর্তা বললেন, স্রেফ সামনে থাকা ম্যাচে মনোযোগ দিতে হবে তাদের।
“আমরা উচ্চাকাঙ্ক্ষী, তবে আমাদের পা মাটিতে রাখতে হবে। আমরা এখনও কিছুই জিতি নাই। কোপা দেল রের ফাইনাল ও লিগ; দুই জায়গাতেই লক্ষ্য অর্জনের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, কারণ এখনও পাঁচটি ম্যাচ বাকি আছে (লিগে), সবগুলোই খুব কঠিন ও জটিল।”
“আমাদের বার্সা ভক্তদের যা করতে হবে তা হলো, কোচের, খেলোয়াড়দের ওপর আস্থা রাখা। খেলোয়াড়দের প্রতিভা ও উদ্দীপনার সঙ্গে হান্সি ফ্লিকের নির্দেশনা অনুসরণ করে আমাদের সুযোগ আছে।”
১১ বছরের মধ্যে প্রথমবার কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হচ্ছে রেয়াল ও বার্সেলোনা। এই মৌসুমে আগের দুটি ক্লাসিকোয় পাত্তাই পায়নি মাদ্রিদের দলটি। তবে এবার লড়াইটা কঠিন হবে বলে মনে করেন বার্সেলোনা সভাপতি।
“ফাইনাল খুবই উত্তেজনাপূর্ণ, যেকোনো কিছু ঘটতে পারে। তবে আমরা আত্মবিশ্বাসী, কারণ আমরা ভালো অবস্থায় আছি।”
“সত্যি বলতে, আমরা খুব ভালো মৌসুম কাটাচ্ছি, তবে সুপার কাপ ছাড়া আমরা এখনও আমাদের লক্ষ্যের কোনোটিই অর্জন করতে পারিনি।”