পাঁচলাইশ ও খুলশী আবাসিক এলাকায় হচ্ছে এ দুই ভবন।
Published : 24 Apr 2025, 11:28 PM
শেলটেক (প্রা.) লিমিটেডের দুটি নতুন প্রকল্প চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।
পাঁচলাইশ আবাসিক এলাকায় ‘শেলটেক সাবের মরিয়ম স্কয়ার’ নামে এবং দক্ষিণ খুলশী আবাসিকে ‘শেলটেক হিল ভিউ’ নামে এ দুটি আবাসন প্রকল্পের কাজে হাত দেওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কোম্পানিটি।
মঙ্গলবার কোম্পানির চট্টগ্রাম কার্যালয়ে এ নিয়ে চুক্তি সই হয়েছে। প্রকল্প দুটির জমির মালিকপক্ষের সঙ্গে চুক্তিতে সই করেন শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ।
এসময় কোম্পানির নির্বাহী পরিচালক মো. শরীফ হোসেন ভূঁইয়া, চিফ অপারেটিং অফিসার শাহ্জাহান, চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার হোসনেয়ারা পারভীন, চট্টগ্রাম অফিসের এজিএম-বিজনেস ডেভেলপমেন্ট মো. ইমাম হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামবাসীর জন্য আধুনিক, নিরাপদ ও নান্দনিক আবাসনের পাশাপাশি বাণিজ্যিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে শেলটেক। আবাসন খাতে ‘বিশ্বস্ততা ও উদ্ভাবনের’ প্রতিশ্রুতি নিয়ে প্রতিটি প্রান্তে মানসম্মত স্থাপনা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এ কোম্পানি।
এতে বলা হয়, বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে কোম্পানির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মেলা চলছে, যা শেষ হবে ১৫ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনী চলছে। মেলায় অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক স্থান বুকিংয়ে ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ ছাড় রয়েছে।