ইউক্রেইনের রাজধানীতে বুধবার দিবাগত রাতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত ও ৭০ জনের বেশি মানুষ আহত হন।
Published : 24 Apr 2025, 11:22 PM
ইউক্রেইনের রাজধানী কিইভে রাশিয়ার সাম্প্রতিক বিমান হামলায় প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, এই হামলায় তিনি নাখোশ হয়েছেন। এর কোনও প্রয়োজন ছিল না। পুতিনকে হামলা থামাতে বলে শান্তি চুক্তি করার আহ্বান জানান ট্রাম্প।
কিইভে বুধবার দিবাগত রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে অন্তত আটজন নিহত ও ৭০ জনেরও বেশি আহত হন বলে জানিয়েছেন ইউক্রেইনের কর্মকর্তারা।
টেলিগ্রাম অ্যাপে ইউক্রেইনের বিমান বাহিনী জানায়, হামলায় রাশিয়া ১৪৫টি ড্রোন, ১১টি ব্যালিস্টিকসহ ৭০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
এই হামলার পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এক পোস্টে ওই প্রতিক্রিয়া জানান।
তিনি লেখেন, “এই হামলা চালানোর প্রয়োজন ছিল না। এখন হামলা চালানোর সঠিক সময় নয়। আমি এতে (কিইভে হামলা) খুশি নই। ভ্লাদিমির (রাশিয়ার প্রেসিডেন্ট) থামুন! প্রতি সপ্তাহে ৫ হাজার সেনা মারা যাচ্ছে। আসুন শান্তি চুক্তি সম্পন্ন করি।”
এর কয়েকঘন্টা আগেই ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করেছিলেন ট্রাম্প। তারপরই পুতিনকে এই বিরল তিরস্কার করলেন তিনি। এর মধ্য দিয়ে ট্রাম্পের হতাশার লক্ষণই প্রকাশ পেয়েছে।
ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা চলতে থাকার সময়েই কিইভে রাশিয়ার এই হামলা হল।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেওয়ার প্রথম দিন থেকেই ইউক্রেইন যুদ্ধ সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। এরপর থেকে এখন পর্যন্ত ১০০ দিন হতে চলেছে। তবুও যুদ্ধ অবসানের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।