যুদ্ধবাজদের ফাঁদ থেকে ইউক্রেইনের মুক্তি কোন পথে?
পুতিনের ব্যাপারে ট্রাম্প সত্য কথাই বলেছেন যে, এ যুদ্ধ পুতিন শুরু করেননি, আর সেইসঙ্গে মিথ্যাও বলেছেন যে, এ যুদ্ধের হোতা জেলেনস্কি। ট্রাম্প যে সত্য কোনোদিনই বলবেন না, তা হচ্ছে, এই যুদ্ধ আমেরিকা ও ন্যাটো জোটের উস্কানির ফল।