রাশিয়ার ড্রোন হামলায় ৫ বছরের শিশুসহ তিনজন নিহত হয়েছে এবং বহুতল ভবনগুলোতে আগুন ধরে গেছে বলে জানিয়েছেন ইউক্রেইনের কর্মকর্তারা।
Published : 23 Mar 2025, 10:06 PM
সৌদি আরবে ইউক্রেইন এবং যুক্তরাষ্ট্রের কর্মকতাদের মধ্যে রোববার শান্তি আলোচনা শুরু আগে দিয়ে ইউক্রেইনের রাজধানী কিইভে তুমুল ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
এতে ৫ বছরের শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছে এবং বহুতল ভবনগুলোতে আগুন ধরে গেছে বলে জানিয়েছেন ইউক্রেইনের কর্মকর্তারা।
কিইভের মেয়র ভিতালি ক্লিসকো টেলিগ্রামে এক পোস্টে বলেন, কিইভে শত্রুপক্ষের ব্যাপক ড্রোন হামলা হয়েছে।
অ্যাপার্টমেন্ট ব্লকে ড্রোনের আঘাতে আবাসিক ভবনগুলোতে আগুন ধরে যায়। ইউক্রেইনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া পাঠানো ১৪৭ টি ড্রোনের মধ্যে তারা ৯৭ টি ভূপাতিত করেছে। আর ২৫ টি ড্রোনকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিয়েছে।
ইউক্রেইন যুদ্ধ বন্ধ করা নিয়ে রোববার সন্ধ্যাতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কিইভের কর্মকর্তাদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এর মাত্র কয়েক ঘণ্টা আগে রাশিয়া এ হামলা চালায়।
সোমবার রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে কঠিন সব পদ্ধতিগত আলোচনা সেরে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে রাশিয়া। ইউক্রেইনের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কৃষ্ণসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে আলোচনা করবে।
যুক্তরাষ্ট্র ইউক্রেইন এবং রাশিয়ার মধ্যে একটি শান্তি চুক্তি করার জন্য চাপ দিচ্ছে। ২০ এপ্রিলের মধ্যেই তারা বৃহত্তর পরিসরে একটি যুদ্ধবিরতিতে পৌঁছার আশা করছে বলে সংশ্লিষ্ট কয়েকজনের বরাতে রোববার জানিয়েছে ব্লুমবার্গ নিউজ।
কিন্তু এই শান্তি উদ্যোগের মধ্যেও রাশিয়া এবং ইউক্রেইন দুই পক্ষই একে অপরের বিভিন্ন নিশানায় পাল্টাপাল্টি হামলার খবর জানাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ও রোববার ইউক্রেইনের প্রায় ৬০ টি ড্রোন ভূপাতিত করার কথা বলেছে এবং গাড়িতে আগুন লেগে একজনের মৃত্যুর খবর জানিয়েছে।
ওদিকে, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া বাহিনী গত এক সপ্তাহে ইউক্রেইনে ১ হাজার ৫৮০ টি গাইডেড এরিয়াল বোমা, ১১০০ টি অ্যাটাক ড্রোন এবং ১৫ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
টেলিগ্রামে এক পোস্টে জেলেনস্কি বলেন, “আমাদের নতুন সমাধান দরকার। এ ধরনের হামলা এবং যুদ্ধ বন্ধে মস্কোর ওপর নতুন চাপ সৃষ্টি করা দরকার।”