চলতি মাসে ইউক্রেইন যুদ্ধের তিন বছর পূর্তি হচ্ছে। এই পর্যায়ে আক্রমণের তীব্রতা বৃদ্ধি করে রাশিয়া প্রতিদিনই হামলা চালাচ্ছে।
Published : 01 Feb 2025, 06:00 PM
ইউক্রেইনের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার দেশটিজুড়ে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত আট বেসামরিক নিহত, অনেকগুলো আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র মধ্যাঞ্চলীয় শহর পোলতাভার একটি আবাসিক ভবনে আঘাত হানে, এতে চারজন নিহত ও তিনটি শিশুসহ ১৩ জন আহত হয়।
সামাজিক মাধ্যম টেলিগ্রামে মন্ত্রণালয়টির পোস্ট করা ছবির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই আবাসিক ভবনটির শীর্ষ কয়েকটি তলা চূর্ণ হয়ে গেছে আর সেখান থেকে ঘন ধোঁয়ার কুণ্ডুলি আকাশের দিকে উঠছে। দমকল কর্মী ও বহু উদ্ধারকর্মী ধসে পড়া ধ্বংসাবশেষের মধ্য দিয়ে যাচ্ছে।
রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরের এই ছোট শহরটিতে প্রায় ১৮টি অ্যাপার্টমেন্ট ভবন, একটি কিন্ডারগার্টেন ও বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, জানিয়েছে শহর কর্তৃপক্ষ।
উত্তরপূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, একটি গ্রামে টহল দেওয়ার সময় রাশিয়ার ড্রোন হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হন।
উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভ নগরীতে ড্রোন হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন, জানিয়েছেন খারকিভের মেয়র।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলে সিনিওভো জানান, রাশিয়ার বাহিনী খারকিভের গ্যাস অবকাঠামো ও অন্যান্য স্থাপনায় হামলা চালাতে ছয়টি ক্ষেপণাস্ত্র ও ১৭টি শাহেদ ড্রোন ব্যবহার করেছে।
কর্মকর্তারা জানান, রাশিয়ার বাহিনী দক্ষিণপূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া শহরেও হামলা চালিয়েছে, সেখানে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিইভে যেসব হামলা হয়েছে, ইউক্রেইনের এয়ার ডিফেন্স সেগুলো প্রতিরোধ করছিল। তবে রাজধানী থেকে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা।
ইউক্রেইনের ন্যায়পাল দিমিদো লুবিনেতস জানিয়েছেন, শনিবার সকালে ও আগের দিন রাতে রাশিয়া ইউক্রেইনের ওদেসা, পোলতাভা, খারকিভ, জাপোরিজিয়ায় গোলাবর্ষণও করেছে। তারা আবাসিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
২০২৪ এর মার্চ থেকে ইউক্রেইনের বিদ্যুৎ ও জ্বালানি খাত লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় ইউক্রেইনের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্রায় অর্ধেক ধ্বংস হয়ে গেছে আর তাতে দেশটি পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে কাজ চালাতে বাধ্য হচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থাগুলো জানায়, রাশিয়ার বাহিনীগুলো ইউক্রেইনের গ্যাস ও অন্যান্য জ্বালানি অবকাঠামোগুলোতে আক্রমণ পরিচালনা করেছে এবং গত ২৪ ঘণ্টায় ১০৮টি ইউক্রেইনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
চলতি মাসে ইউক্রেইন যুদ্ধের তিন বছর পূর্তি হচ্ছে। এই পর্যায়ে আক্রমণের তীব্রতা বৃদ্ধি করে রাশিয়া প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে। ইউক্রেইনের পূর্বাঞ্চলে রাশিয়ার বাহিনীগুলো ছোট ছোট সফলতার মধ্যদিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। এখন তারা পূর্বাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্কের প্রান্তে পৌঁছে গেছে।
শুক্রবার সন্ধ্যায় ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণসাগর তীরবর্তী বন্দর শহর ওদেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নগরীটির ঐতিহাসিক কেন্দ্রস্থল ক্ষতিগ্রস্ত হয়।