মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে সহায়তা করতে চায়। কিন্তু এ প্রচেষ্টায় অগ্রগতির লক্ষণ দেখা না গেলে তারা সরে যেতে ইচ্ছুক।
Published : 18 Apr 2025, 04:37 PM
রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে শান্তি চুক্তির জন্য মধ্যস্থতা করার চেষ্টা যুক্তরাষ্ট্র বাদ দিয়ে দেবে যদি কয়েকদিনের মধ্যেই একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছার পরিষ্কার কোনও লক্ষণ দেখা না যায়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে দিয়ে একথা বলেছেন। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে সহায়তা করতে চায়। কিন্তু এ প্রচেষ্টায় অগ্রগতির কোনও লক্ষণ দেখা না গেলে তারা সরে যেতে ইচ্ছুক।
“আমরা এই চেষ্টায় সপ্তাহর পর সপ্তাহ এবং মাসের পর মাস কাটাতে চাই না। যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার ভিত্তিতে নজর দেওয়ার আরও অনেক বিষয় আছে”, বলেন তিনি।
ইউক্রেইন ওয়াশিংটনের সঙ্গে মিনারেল চুক্তি সইয়ের পথে প্রথম পদক্ষেপ নেওয়ার কয়েকঘণ্টা পরই রুবিওর এমন মন্তব্য এল।
বৃহস্পতিবার ইউরোপীয় নেতাদের সঙ্গে প্যারিসে বৈঠকের পর শুক্রবার সাংবাদিকদের রুবিও বলেন, “আমাদের এখন খুব দ্রুত নির্ধারণ করা দরকার। আমি কয়েকদিনের কথা বলছি। স্বল্পমেয়াদে এটি (চুক্তি) করা সম্ভব কিনা। এটি যদি না হয় তাহলে আমরা সরে যাব।”
তিনি আরও বলেন, এটি স্পষ্ট যে, একটি শান্তি চুক্তি করা কঠিন। কিন্তু এটি দ্রুত করা যেতে পারে এমন লক্ষণ থাকা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর একক উদ্যোগে তিন বছর ধরে চলা ইউক্রেইন যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করেন।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্বাত্মক যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলে যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা হোঁচট খায়।