বিকালে বিরোধপূর্ণ জমিতে থাকা বাঁশ কাটতে গেলে প্রতিপক্ষের লোকজনের তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
Published : 19 Apr 2025, 05:11 PM
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ‘জমি নিয়ে বিরোধ’র জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
শনিবার বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের পার্শ্ববর্তী দোলনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চুনারুঘাট থানার (ওসি) নূর আলম।
নিহত আব্দুল হাই (৬০) ওই এলাকার প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল হাই জারুলিয়া বাজারে কাপড়ের ব্যবসা করতেন। তার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে একই এলাকার আবদাল মিয়া, কাপ্তান মিয়া, মোতাব্বির মিয়া ও মিরাজ মিয়ার বিরোধ চলে আসছিল।
শনিবার বিকালে আব্দুল হাই বিরোধপূর্ণ জমিতে থাকা বাঁশ কাটতে গেলে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনাটি তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি নূর আলম।