“রোববার পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। এরপর তাপমাত্রা কমে আসবে, তখন সারাদেশেই কম-বেশি বৃষ্টি হবে,” বলেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।
Published : 25 Apr 2025, 11:32 PM
দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহের বিস্তার কমেছে। দুইদিন পর সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে তাপমাত্রা কমে আসতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সন্ধ্যায় আবহাওয়ার নিয়মিত বুলেটিনে দেশের ১১ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য এসেছে। আগের দিন বৃহস্পতিবার দেশের ২৪ জেলায় বইছিল তাপপ্রবাহ।
আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। এরপর তাপমাত্রা কমে আসবে, তখন সারাদেশেই কম-বেশি বৃষ্টি হবে।”
আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, রাজশাহী বিভাগসহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
এদিন দেশের সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয় রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের দিন ও রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস এসেছে এতে।