কোপা দেল রের ফাইনালের আগে রেয়াল মাদ্রিদের অনুশীলন ও সংবাদ সম্মেলন বর্জনের পর ক্লাবটির সভাপতির সমালোচনা করলেন লা লিগা প্রধান।
Published : 26 Apr 2025, 02:07 AM
যেন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে রেয়াল মাদ্রিদ ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। রেয়াল মাদ্রিদের কোপা দেল রের ফাইনালের রেফারি পরিবর্তনের দাবি, ম্যাচের আগের দিনের সব আনুষ্ঠানিককতা বর্জনে উত্তাল স্প্যানিশ ফুটবল। এমন পরিস্থিতিতে মাদ্রিদের ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের কড়া সমালোচনা করেছেন লা লিগা সভাপতি ও আরএফইএফ সহ-সভাপতি হাভিয়ের তেবাস।
শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে এক্স-এ পেরেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন লা লিগা প্রধান। যদিও তিনি রেয়াল সভাপতির নাম উল্লেখ করেননি।
“এটা ফুটবল নয়, এটা ক্ষমতা দখলের খেলা। তিনি (ফ্লোরেন্তিনো পেরেস) তেবাসকে পছন্দ করেন না, কারণ তিনি যা চান, তেবাস তা করেন না। তিনি চেফেরিনকে (উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন) পছন্দ করেন না, কারণ তিনি যা চান, চেফেরিন তা করেন না। তিনি টিভি ধারাভাষ্যকারদের পছন্দ করেন না, কারণ তিনি যা চান, তারা তা বলেন না। তারা (রেয়াল মাদ্রিদ) রেফারিং সংস্কারের অগ্রগতি চায় না, কারণ তিনি যা চান, এটা তা নয়।”
“আর এখন রেয়াল মাদ্রিদ টিভির ক্রমাগত হয়রানিতে বিরক্ত হয়ে রেফারির মন্তব্যের পর, তিনি (পেরেস) যেভাবে জানেন, সেভাবেই সাড়া দিচ্ছেন: তিনি সংবাদ সম্মেলন বাতিল করছেন, সেভিয়ায় অনুশীলন এড়িয়ে যাচ্ছেন, কোপা দেল রের ফাইনালের আনুষ্ঠানিকতা বর্জন করছেন এবং ফাইনালে যোগ দেবেন না বলে খবর ছড়াচ্ছেন।”
ম্যাচে রেফারির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রায়ই সমালোচনা করে রেয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেল আরএমটিভি। তাদের বৃহস্পতিবার প্রকাশিত ভিডিওটিতে দেখানো হয়, ফাইনালের রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার ক্যারিয়ারজুড়ে করা একাধিক ভুল।
আরএমটিভির সমালোচনার কারণে সৃষ্ট মানসিক চাপ নিয়ে শুক্রবার সম্মেলনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দে বুর্গোস। একই সংবাদ সম্মেলনে ফাইনালের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গনসালেস ফুয়ের্তেস হুঁশিয়ারি দিয়ে বলেন, আরএমটিভির বিরুদ্ধে শিগগিরই ‘ব্যবস্থা নেবেন’ তারা।
এই দুজনকে ফাইনাল থেকে অপসারণের জন্য আরএফইএফের কাছে অনুরোধ জানায় রেয়াল। তবে কোনো পরিস্থিতিতেই রেফারি পরিবর্তন করা হবে না বলে ক্লাবটিতে জানিয়ে দেয় ফেডারেশন।
এরপরই ম্যাচের আগের দিন অনুশীলন, সংবাদ সম্মেলনে বর্জন করে রেয়াল।
পেরেস ফুটবলের উন্নতি চান না বলেও তোপ দাগেন লা লিগা সভাপতি।
“তিনি প্রতিবাদ করেন না, চাপ দেন। তিনি অভিযোগ করেন না, হুমকি দেন… তিনি ফুটবলের উন্নতি করতে চান না, তিনি নিজের জন্য চান। সবচেয়ে বাজে ব্যাপার হলো, তিনি চেষ্টা করেন না। সবচেয়ে বাজে ব্যাপার হলো অনেকেই এসব মেনে নেয়, প্রশ্রয় দেয় এবং তাকে সাহায্য করে।”
আরও পড়ুন:
রেফারি না পাল্টালে 'ফাইনাল না খেলার কথা ভাববে রেয়াল মাদ্রিদ'
ফাইনালের আগে কড়া অবস্থানে রেয়াল মাদ্রিদ
রেফারিদের যত্ন নিতে বললেন বার্সেলোনা কোচ
ফাইনালের আগে ফিনিশিংয়ে ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন নয় বার্সেলোনা