কোপা দেল রে
রেফারি পাল্টানোর দাবি না মানায় কোপা দেল রের ফাইনালের আগের কোনো আনুষ্ঠানিকতায় থাকবে না স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
Published : 26 Apr 2025, 01:40 AM
স্পেনের ফুটবলে হঠাৎ ঝড়ে সব এলোমেলো হওয়ার জোগাড়। কোপা দেল রের ফাইনালের রেফারি পরিবর্তনের অনুরোধে সাড়া না মেলায় সব আনুষ্ঠানিকতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে রেয়াল মাদ্রিদ!
শিরোপা নির্ধারণী ম্যাচের আগের দিন শুক্রবার অনুশীলন করবে না স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সংবাদ সম্মেলনও বর্জন করেছে তারা। বার্সেলোনার বিপক্ষে ফাইনাল নিয়ে এদিন গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা ছিল কার্লো আনচেলত্তি ও লুকা মদ্রিচের।
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের সঙ্গে ফটো সেশনে অংশ নেওয়ার জন্য আসবেন না আনচেলত্তি। রেয়ালের ‘প্রতিবাদ’ শেষ নয় এখানেই, শুক্রবার রাতেই অনুষ্ঠেয় ক্লাব প্রেসিডেন্টদের আনুষ্ঠানিক ডিনারে উপস্থিত থাকবেন না রেয়ালের ফ্লোরেন্তিনো পেরেস।
প্রাথমিকভাবে ভাবনা ছিল ফাইনালের দিন চোটের জন্য বাইরে থাকা খেলোয়াড়দের সঙ্গে সেভিয়া যাবেন পেরেস। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তার সেখানে না যাওয়া নিয়ে আলোচনা করছে রেয়াল।
ফাইনালের একদিন আগে স্প্যানিশ ফুটবলকে নাড়িয়ে দেওয়ার মতো সব সিদ্ধান্ত নিয়েছে রেয়াল। স্বাভাবিকভাবে এ নিয়ে হচ্ছে তুমুল চর্চা। আর এই সবের সূত্রপাত শুক্রবার দিনের শুরুর দিকে সংবাদ সম্মেলনে ফাইনালের রেফারিদের মন্তব্যে।
ম্যাচের রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া চোখে জল নিয়ে বলেন, তাকে নিয়ে রেয়াল মাদ্রিদ টিভির সমালোচনার বিরূপ প্রভাব পড়ে তার পরিবারের ওপর। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দায়িত্বে থাকা পাবলো গনসালেস ফুয়ের্তেস সংবাদ সম্মেলনে দে বুর্গোসের পাশে বসে হুঁশিয়ারি দিয়ে বলেন, আরএমটিভির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেবেন তারা।
তাদের মন্তব্যের সূত্র ধরে আলোচনায় আসে আরএমটিভির ভিডিওগুলো। যেগুলো তারা দিনে অনেকবার প্রচার করে থাকে। সেখানে গ্রাফিক ডকুমেন্টসের মাধ্যমে দ্বিধাহীনভাবে এবং বাক্যবাণে বিদ্ধ করা হয় রেফারিদের, অভিযোগ করা হয় তারা রেয়ালের বিরুদ্ধে কাজ করছেন। এর প্রমাণ হিসেবে প্রতিটা ম্যাচের আগে তারা রেফারিদের ভুলগুলো দেখায়।
স্পেনের টেকনিক্যাল কমিটি অব রেফারিজের (সিটিএ) দাবি, অসম্পূর্ণ তথ্য প্রচার করে ঘৃণা ও সহিংসা উসকে দিচ্ছে আরএমটিভি। তাদের দাবি, এই ভিডিওগুলো পুরোপুরি পক্ষপাতদুষ্ট। এতে কেবল রেয়ালের বিপক্ষে যাওয়া ভুলগুলোই দেখানো হয়, পক্ষে যাওয়াগুলো কখনও নয়।
রেফারির বিরুদ্ধে রেয়ালের অভিযোগ নতুন কিছু নয়। গত ফেব্রুয়ারিতে লা লিগায় এস্পানিওলের বিপক্ষে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে রেয়াল। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়কে (সিএসডি) একটি খোলা চিঠি পাঠায় ইউরোপের সফলতম ক্লাবটি। সেখানে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে ‘প্রতারণা’ ও ‘দুর্নীতির’ অভিযোগ আনে তারা।
রেয়ালের এমন কর্মকাণ্ডের সমালোচনা করে তখন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বলেছিলেন, নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ক্লাবটি। কান্নাকাটি করে রেয়াল ‘মিথ্যা গল্প’ বানাচ্ছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।
এবার পরিস্থিতি হতে পারে আরও উত্তপ্ত। ম্যাচের আগের দিন রেফারিদের এভাবে কথা বলে উচিত হয়নি দাবি করে তাদের বদলে দেওয়ার দাবি জানায় রেয়াল। তবে সাফ মানা করে দেয় আরএফইএফ।
“আমরা কোনো ক্লাবের সুরে সুর মেলাব না। আমরা রেফারিদের সঙ্গে আছি। এই মুহূর্তে রেফারি বদল হবে খুব দুর্ভাগ্যজনক। এতে পরে একই দাবি জানাতে পারে বার্সেলোনাও! দলগুলো তো আর রেফারি নিয়োগ দিতে পারে না…।”
আরও পড়ুন:
'তিনি অভিযোগ করেন না, হুমকি দেন', রেয়াল মাদ্রিদ সভাপতিকে নিয়ে তেবাস
রেফারি না পাল্টালে 'ফাইনাল না খেলার কথা ভাববে রেয়াল মাদ্রিদ'
রেফারিদের যত্ন নিতে বললেন বার্সেলোনা কোচ
ফাইনালের আগে ফিনিশিংয়ে ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন নয় বার্সেলোনা