ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো ক্লাবটির মালিকানা কেনার পর সাত বছরে এই নিয়ে তিন দফায় শীর্ষ লিগ থেকে অবনমন হলো ক্লাবটির।
Published : 25 Apr 2025, 09:13 AM
রেয়াল ভাইয়াদলিদের পরিণতি পরিস্কার হয়েছিল আগেই। এবার তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে গেল। পাঁচ ম্যাচ বাকি থাকতেই লা লিগা থেকে অবনমন হলো ক্লাবটির।
রেয়াল বেতিসের বিপক্ষে বৃহস্পতিকার ৫-১ গোলের পরাজয় রেলিগেশনে ঠেলে দেয় ভাইয়াদলিদকে।
ক্লাবটির বেশির ভাগ অংশের মালিকানা ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। ২০১৮ সালে ক্লাবের ৫১ শতাংশ মালিকানা কিনে নেন ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন। তবে এই সাত বছরে তিন দফায় স্পেনের শীর্ষ লিগ থেকে পতন হলো ক্লাবটির।
এর আগে ২০২০-২১ মৌসুমে অবনমন হয় তাদের, আবার শীর্ষ লিগে ফিরে আসে তারা পরের মৌসুমেই। কিন্তু এর পরের মৌসুমেই আবার ক্লাবটি নেমে যায় লা লিগা থেকে। এবারও এক মৌসুম পরই আবার ফিরে আসে তারা। কিন্তু নেমে যেতে হলো আবারও।
মৌসুমজুড়েই এবার ধুঁকে ভাইয়াদলিদ। ৩৩ ম্যাচের স্রেফ চারটি জিতেছে তারা, ড্র করেছে চারটি। ২৫টি পরাজয়ে তাদের পয়েন্ট স্রেফ ১৬। তাদের ঠিক ওপরে থাকা লেগানেসের পয়েন্ট আরও ১৪ বেশি।
৩৩ ম্যাচে স্রেফ ২৪ টি গোল করতে পেরেছে দলটি, হজম করেছে ৮১ গোল!
রোনালদোর বিরুদ্ধেও ভাইয়াদলিদ সমর্থকদের মনে দানা বেঁধেছে ক্ষোভ। তাদের দাবি, ক্লাবের প্রতি যথেষ্ট মনোযোগ ও উদ্যোগ নেই রোনালদোর। ক্লাবে তাকে দেখাই যায় না। মালিকানা তিনি বিক্রি করে দিতে চান বলেও গুঞ্জন আছে।
দুঃস্বপ্নের এই মৌসুমে দুটি কোচকে বরখাস্ত করেছে ক্লাবটি। কিন্তু মাঠের চিত্র বদলায়নি। মৌসুমে তৃতীয় কোচ হিসেবে দায়িত্ব পালন করা আলভারো রুবিও এই ম্যাচের পর জানান, তার দলের ফুটবলাররা ভেঙে পড়েছে মানসিকভাবে।
“আমাদের জন্য খুবই কঠিন দিন। ড্রেসিং রুম একরকম বিধ্বস্ত। তবে কোনো অজুহাত দেব না। আমাদের আজকে এই অবস্থা, কারণ এটিই আমাদের প্রাপ্য। শীর্ষ লিগের মানের সঙ্গে মানিয়ে নিতে পারিনি আমরা। দায় আমাদেরই নিতে হবে ও মেনে নিতে হবে। আপাতত মৌসুমটা সম্মান নিয়ে শেষ করার কথা ভাবতে হবে।”
“আমরা আবার মাথা তুলে দাঁড়াব ও ছুটতে থাকব। অনেক কিছুই আমাকে পীড়া দিচ্ছে। ছেলেরা অনেক চেষ্টা করেছে। এই ম্যাচেই যেমন, বড় ব্যবধানে হেছি আমরা, কিন্তু ছেলেরা যেভাবে চেষ্টা করেছে, তাতে এমন হার প্রাপ্য ছিল না।”
একটি দলের অবনমন নিশ্চিত হওয়ার পর বাকি আছে আরও দুটি জায়গা। সেটি এড়ানোর লড়াইয়ে আছে এখন বেশ কটি দল। ১৯তম স্থানে থাকা লেগানেসের পয়েন্ট ৩০, লাস পালমাস ১৮তম স্থানে আছে ৩২ পয়েন্ট নিয়ে। এছাড়া আলাভেসের পয়েন্ট ৩৪, জিরোনার ৩৫, সেভিয়ার ৩৭। গেতাফ, এস্পানিওল ও ভালেনিসয়ার পয়েন্ট ৩৯।