রাতে তানজিনার ভাই বাসায় এসে ঘরে তালা দেখে অপর ভাইয়ের কাছ থেকে চাবি এনে বাসায় প্রবেশের পর তানজিনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
Published : 25 Apr 2025, 01:05 PM
চট্টগ্রামে এক বাসা থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধারের পর পুলিশ ধারণা করছে, ‘পারিবারিক কলহের জেরে’ তাকে খুন করা হতে পারে।
পতেঙ্গা থানার খাল পাড় এলাকার একটি ভবনের নিচ তলার বাসা থেকে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ লাশটি উদ্ধার করে।
উদ্ধার করা লাশিটি তানজিনা বেগম (২৩) নামের এক নারীর।
নেত্রকোণার নান্দাইল উপজেলায় বাড়ি হলেও চাকরির সুবাদে স্বামী ও নিজের ভাইকে নিয়ে চট্টগ্রামে থাকতেন তিনি।
হত্যাকাণ্ডের পর থেকে ওই নারীর স্বামী পলাতক বলে জানিয়েছে পুলিশ।
পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালপাড় এলাকার এনামুলের বিল্ডিংয়ের নিচ তলায় স্বামী ও নিজের ভাইসহ ভাড়া বাসায় থাকতেন তানজিনা। তারা সবাই পোশাক কারখানায় চাকরি করতেন।
“রাতে তানজিনার ভাই বাসায় এসে ঘরে তালা দেখে আরেক ভাইয়ের কাছ থেকে চাবি এনে বাসায় ঢুকে তানজিনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।”
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। তাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। ওই নারীর স্বামী পলাতক।
এ ঘটনায় নিহতের ভাই মামলা করেছেন এবং পুলিশ ওই নারীর স্বামীকে ধরতে অভিযান শুরু করেছে বলে জানান ওসি শফিকুল।