“কন্টেইনার হ্যান্ডলিং ৫ শতাংশ ও সাধারণ কার্গো হ্যান্ডলিং বেড়েছে ৫ দশমিক ৯৬ শতাংশ।”
Published : 24 Apr 2025, 10:18 PM
মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর ২০২৯ সালে চালু এবং বে টার্মিনাল প্রকল্প ২০৩০ সালের মধ্যে সম্পন্ন হবে বলে আশাবাদী চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।
১৩৮তম বন্দর দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে শহীদ ফজলুর রহমান মুন্সি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশার কথা শোনান।
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বলেন, “বন্দরের বড় প্রকল্প মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের দুটি জেটি নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। আগামী মে মাসে টার্মিনাল নির্মাণকাজ শুরু হবে। ২০২৯ সাল নাগাদ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর অপারেশনে আসবে বলে আশা করা যায়।”
লিখিত বক্তব্যে এস এম মনিরুজ্জামান বলেন, বে টার্মিনাল প্রকল্পের ব্রেক ওয়াটার নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। প্রকল্প প্রস্তাবও একনেকে অনুমোদন হয়েছে। এ বছরের শেষে সরকারি–বেসরকারি অংশীদারত্বের আওতায় প্রকল্পের দুটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনার চুক্তি হবে।
‘‘এর মধ্যে কন্টেইনার টার্মিনাল দুটি নির্মাণের জন্য পিএসএ সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির ব্যাপারে কাজ চলছে। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প আগামী ২০২৯-২০৩০ সালের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আশা করছি।‘‘
দীর্ঘমেয়াদী প্রকল্প দুটি ছাড়াও সরকারি–বেসরকারি অংশীদারত্বের আওতায় লালদিয়ার চর টার্মিনাল নির্মাণ ও পরিচালনার কাজ এগিয়ে চলছে। সেখানে টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ডেনমার্কের এপিমুলার মায়েরস্ক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে বলে বন্দর চেয়ারম্যান জানান।
নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের দেওয়া নিয়ে বন্দর চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, এটি একটি স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল। এটি পরিচালনার জন্য আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর নিয়োগের বিষয়টি চট্টগ্রাম বন্দরের জন্য লাভজনক হবে কি না এবং বাংলাদেশের বন্দর পরিচালনার জন্য দক্ষতা বাড়বে কি না, তা যাচাই–বাছাই চলছে।
সংবাদ সম্মেলনে তিনি চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে অগ্রগতি তুলে ধরে বলেন, আগের অর্থ বছরের একই সময়ের (জুলাই থেকে মার্চ) চেয়ে কন্টেইনার হ্যান্ডলিং ৫ দশমিক ০১ শতাংশ বেড়েছে। সাধারণ কার্গো হ্যান্ডলিং বেড়েছে ৫ দশমিক ৯৬ শতাংশ। এসময়ে জাহাজ এসেছে ৩০৫৮টি।
মতবিনিময় সভায় চট্টগ্রাম বন্দরের পরিচালনা পর্ষদের সদস্য হাবিবুর রহমান, কমডোর কাওছার রশিদ ও ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ উপস্থিত ছিলেন।