নিহত যুবক দিনে পত্রিকা বিক্রি এবং রাতে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
Published : 25 Apr 2025, 07:24 PM
গাইবান্ধা সদর উপজেলার এক পত্রিকা বিক্রেতাকে ছুরিকাঘাতে খুন করে তার ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোর রাতে শহরের জেলা স্টেডিয়ামের পাশের সড়কে এ ঘটনা ঘটে বলে জানান গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুল হক তালুকদার।
নিহত আনিস মিয়া ওরফে ঠান্ডা (৩৭) উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের প্রয়াত হামিদ মিয়ার ছেলে। তিনি দিনে পত্রিকা বিক্রি এবং রাতে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে শহরের ২ নম্বর রেল গেইট এলাকায় কয়েকজন যাত্রী জেলা স্টেডিয়াম এলাকায় যাওয়ার কথা বলে আনিস মিয়ার ইজিবাইকে ওঠেন। পরে আর তাকে দেখা যায়নি।
শুক্রবার ভোরে এক পথচারী স্টেডিয়াম এলাকায় সড়কের ওপর আনিসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আরও অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে আনিস মারা যান।
ঘটনার পর থেকে আনিসের ইজিবাইকটিও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বজনরা।
গাইবান্ধার বিভিন্ন পত্রিকার এজেন্ট ‘পত্রিকা বিতান’র মালিক আব্দুর রহমান বলেন, “যাত্রীবেশে ছিনতাইকারীরা আনিসের পেটে ছুরিকাঘাত করে তার ইজিবাইকটি নিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।
ওসি শাহীনুল হক বলেন, “ইজিবাইক চালক নিহতের খবর পেয়েছি। তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”