সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওই যাত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।
Published : 25 Apr 2025, 05:00 PM
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর অন্তর্বাসসহ আটটি পোশাকে দেড় কেজি গলিত সোনা পাওয়ার কথা জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নম্বর ফ্লাইটে আসা ওই যাত্রীকে তল্লাশি করে এসব পাওয়া যায় বলে জানান সিলেট কাস্টমসের সহকারী কমিশনার (অতিরিক্ত দায়িত্ব বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ) ইনজামাম উল হক।
আটক আলীম উদ্দিন (৪০) সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আলীম উদ্দিনকে বিমানের ভেতর থেকে নামিয়ে আনেন কাস্টমস ও এনএসআইয়ের গোয়েন্দারা। পরে স্ক্যানারে পরীক্ষার মাধ্যমে তার শরীরের পোশাকে সোনা গলিয়ে আনার বিষয়টি ধরা পড়ে।
এ সময় আলীম উদ্দিনের চারটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি শার্ট, প্যান্টসহ আটটি পোশাক জব্দ করা হয়; যা থেকে প্রায় দেড় কেজি সোনা পাওয়া যাবে বলে ধারণা কাস্টমস কর্তৃপক্ষের।
বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা ইনজামাম উল হক বলেন, আলীম উদ্দিনের পোশাকে সোনার প্রলেপ দেওয়া ছিল। কাপড়গুলো পুড়িয়ে সোনাগুলো উদ্ধার করা হবে। তবে পোশাকগুলোতে প্রায় দেড় কেজি সোনা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আলীম উদ্দিনকে সিলেট বিমানবন্দরে রাখা হয়েছে; তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান কাস্টমসের এই কর্মকর্তা।