বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল হিসেবে চীনের ওপরই সবচেয়ে বেশি হারে শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
Published : 25 Apr 2025, 07:51 PM
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্কের জেরে আইফোনের উৎপাদন চীন থেকে ভারতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে অ্যাপল।
নিজেদের সরবরাহ ব্যবস্থার বৈচিত্র্য বাড়ানোর নিজস্ব কৌশল মার্কিন এ প্রযুক্তি জায়ান্টের রয়েছে। তবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক ও বাণিজ্য যুদ্ধ যে সেই প্রক্রিয়াকে আরও জোরদার করেছে, সে বিষয়টি এক প্রতিবেদনে তুলে ধরেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
ফাইনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে লিখেছে, যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রির জন্য বছরে ৬ কোটির বেশি আইফোন ভারত থেকে বানিয়ে আনার পরিকল্পনা করছে অ্যাপল। ২০২৬ সালের শেষ নাগাদ তারা ওই লক্ষ্যে পৌঁছাতে চায়।
বর্তমানে বেশিরভাগ আইফোন তৈরি হয় চীনে। তবে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল হিসেবে চীনের ওপরই সবচেয়ে বেশি হারে শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাতে চীনে উৎপাদন করে সেই ফোন যুক্তরাষ্ট্রে বিক্রি করতে গেলে দাম অনেক বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
শুল্কের ওই চাপ এড়াতেই চীন থেকে কারখানা সরিয়ে এশিয়ার অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে আইফোন রপ্তানি করতে তৎপর হয়েছে অ্যাপল।
ফাইনান্সিয়াল টাইমস বলছে, যুক্তরাষ্ট্রে আইফোনের চাহিদা মেটাতে গেলে অ্যাপলকে এখন ভারতে তাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে।
প্রাথমিকভাবে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করলেও পরে স্মার্টফোনের ক্ষেত্রে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প।
অবশ্য ট্রাম্প প্রশাসন এও বলেছে, স্মার্টফোনের ক্ষেত্রে ছাড়ের বিষয়টি হবে সাময়িক পদক্ষেপ।
তুলনামূলক সস্তা শ্রম, কাঁচামাল প্রাপ্তি ও অবকাঠামোগত সুবিধার কারণে চীনে পণ্য উৎপাদনের খরচ যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলোর তুলনায় অনেকটা কম। সেই সুযোগ কাজে লাগিয়ে ইলেকট্রনিক্স পণ্যের অনেক বড় কোম্পানিই চীনে পণ্য বানিয়ে বিশ্বজুড়ে বিক্রি করে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, চীনের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে কেবল অ্যাপল পণ্য নয়, সাধারণ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের দামও বেড়ে যাবে।
ইন্ডিপেনডেন্ট লিখেছে, আগামী সপ্তাহে সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে অ্যাপল, সেখানে ট্রাম্পের শুল্কের প্রভাব ও প্রতিক্রিয়া নিয়েও একটি ধারণা দেওয়া হতে পারে।