ট্রাম্প টোকেনের মূল্য প্রায় আড়াইশ কোটি ডলার। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেকের কেবল কয়েকদিন আগে এগুলো উন্মোচন করেন ট্রাম্প।
Published : 25 Apr 2025, 02:24 PM
মার্কিন প্রেসিডেন্ট তার শীর্ষ বিনিয়োগকারীদের জন্য দুটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরই বেড়েছে ডনাল্ড ট্রাম্পের ক্রিপ্টোমুদ্রার দাম।
ট্রাম্পের মিম কয়েনের ওয়েবসাইট বলছে, ২২০ জন শীর্ষ বিনিয়োগকারীকে ২২মে প্রেসিডেন্ট নৈশভোজে আমন্ত্রণ জানাবেন। আর একে ‘বিশ্বের সেরা এক্সক্লুসিভ আমন্ত্রণ’ হিসাবে বর্ণনা করেছে ওয়েবসাইটটি।
ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম কয়েনবেইস অনুসারে, এ ঘোষণার পরই ট্রাম্প ক্রিপ্টোমুদ্রার দাম বেড়েছে ৭০ শতাংশেরও বেশি। তবে জানুয়ারিতে উন্মোচনের পরই ডিজিটাল মুদ্রাটির দাম রেকর্ড ৭৪ ডলারে পৌঁছেছিল, সে তুলনায় মুদ্রাটির দাম এখনও এর নিচে রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
ট্রাম্পের সঙ্গে যোগ রয়েছে এমন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের হাতে চালু হওয়া বেশ কয়েকটি ক্রিপ্টো সংশ্লিষ্ট উদ্যোগের মধ্যে এ ডিজিটাল মুদ্রাটি অন্যতম, যেটি চালুর সময় নিজেকে ‘ক্রিপ্টো প্রেসিডেন্ট’ হিসেবে বর্ণনা করেছিলেন তিনি।
ট্রাম্প মিম কয়েনের ওয়েবসাইটে আরও উল্লেখ রয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে’ এই গালা নৈশভোজের পাশাপাশি শীর্ষ ২৫ জন কয়েনধারীর জন্য ‘প্রেসিডেন্টের সেরা এক্সক্লুসিভ প্রাইভেট ভিআইপি সংবর্ধনা’ও থাকবে।
বর্তমানে প্রচলিত ট্রাম্প টোকেনের মূল্য প্রায় আড়াইশ কোটি ডলার। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেকের কেবল কয়েকদিন আগে এগুলো উন্মোচন করেন ট্রাম্প।
উদ্বোধনের প্রাক্কালে ক্রিপ্টোমুদ্রা চালু করেছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও।
ক্রিপ্টো শিল্পের বেশ কয়েকজন ব্যক্তি ট্রাম্পের এমন পদক্ষেপের সমালোচনা করেছিলেন এবং কেউ কেউ এটিকে ‘স্টান্ট’ বলেও বর্ণনা করেছিলেন।
বিবিসি লিখেছে, বেশিরভাগ সময় অর্থ উপার্জন করতে বা ভক্তদের ইন্টারনেট সংস্কৃতিতে কোনও সেলিব্রিটি বা মুহুর্তকে সমর্থন জানাতে এসব মিম কয়েন ব্যবহার করেন ফাটকাবাজরা।
এ বছর হোয়াইট হাউসে ফিরে আসার অল্প সময়ের মধ্যেই নতুন ক্রিপ্টো আইন ও নীতিমালা প্রস্তাবের ক্ষেত্রে ‘প্রেসিডেন্ট ওয়ার্কিং গ্রুপ’ তৈরির জন্য এক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প।
‘স্ট্রাটেজিক বিটকয়েন রিজার্ভ’ বা কৌশলগত বিটকয়েন রিজার্ভ তৈরির পাশাপাশি ডিজিটাল সম্পদ মজুদের জন্য তৈরি এক আদেশেও সই করেছেন ট্রাম্প, যার মধ্যে থাকবে অন্যান্য ডিজিটাল মুদ্রাও।
এসব তহবিল ফৌজদারি বা দেওয়ানি মামলার অংশ হিসাবে ফেডারেল সরকারের কাছে বাজেয়াপ্ত করা মুদ্রা দিয়ে তৈরি হবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।