একসময় বিশ্বজুড়ে প্রধান কম্পিউটার চিপ প্রস্তুতকারক হিসেবে পরিচিত এই কোম্পানিটি সাম্প্রতিক বছরগুলোতে প্রতিযোগিদের নিয়ে চাপের মধ্যে রয়েছে।
Published : 24 Apr 2025, 04:27 PM
এ সপ্তাহেই ২০ শতাংশের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট ইনটেল।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কম্পিউটিংয়ে এনভিডিয়া’র মতো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে মার্কিন চিপ নির্মাতা কোম্পানিটি। ফলে সাম্প্রতিক বছরগুলোতে ইনটেলের বিক্রি কমেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, গত মাসে ইনটেলের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন লিপ বু ট্যান। কোম্পানির ব্যবস্থাপনাকে আরও সহজ এবং প্রকৌশলনির্ভর হিসেবে গড়ে তুলতে চাইছেন তিনি।
ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে আসা ইনটেলের এমন কর্মী কাটছাঁট গোটা বিশ্বজুড়ে হবে না কি নির্দিষ্ট কোনও অঞ্চলে হবে সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি ইনটেল।
গত বছর প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাই করেছে ইনটেল। যার ফলে বছরটি শেষ হয় কোম্পানিটির এক লাখ আট হাজার ৯০০ জন কর্মী নিয়ে, যেখানে একসময় ছিল ১২ লাখ চার হাজার আটশ জন কর্মী।
বৃহস্পতিবার নিজেদের সবশেষ আর্থিক ফলাফলের রিপোর্ট প্রকাশ করবে মার্কিন কোম্পানিটি। পাশাপাশি তাদের বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেবে তারা।
যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে শুল্ক ও বাণিজ্য লড়াই বাড়তে থাকায় ইনটেল এবং অন্যান্য প্রযুক্তি কোম্পানি তাদের উৎপাদন ও সরবরাহ চেইন নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে। আর এমন সময় কোম্পানিটির কর্মী ছাঁটাইয়ের খবর এল বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
একসময় বিশ্বজুড়ে প্রধান কম্পিউটার চিপ প্রস্তুতকারক হিসেবে পরিচিত এই কোম্পানিটি সাম্প্রতিক বছরগুলোতে প্রতিযোগীদের নিয়ে চাপের মধ্যে রয়েছে।