গুলমোহর’ সিরিজ নিয়ে প্রায় ৩ বছর পর পরিচালনায় ফিরছেন সৈয়দ আহমেদ শাওকী।
Published : 25 Apr 2025, 08:10 PM
‘গুলমোহর’ নামের যে ওয়েব সিরিজ দিয়ে প্রথমবারের মত বাংলাদেশের সিরিজে নাম লিখিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, সেই সিরিজটি মুক্তি পাচ্ছে।
তবে মুক্তির দিন তারিখ এখনো প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা ‘চরকি’।
এই সিরিজটি দিয়ে প্রায় ৩ বছর পর পর্দায় ফিরছেন পরিচালক সৈয়দ আহমেদ শাওকী। এটি তার নির্মিত তৃতীয় ওয়েব সিরিজ।
শাওকীর ‘কারাগার’ সিরিজের দুই কিস্তিই সাড়া তুলেছিল। এছাড়া প্রথম সিরিজ ‘তাকদীর’ দিয়েও ওটিটির দর্শকের সামনে নিজেকে পরিচিত করে তুলেছিলেন শাওকী।
বিরতি নিয়ে শাওকীর ভাষ্য, ‘গুলমোহর’ তার এখন পর্যন্ত সবচেয়ে বড় পরিসরের একটি কাজ। এই ফিকশনের জন্য তার সময় নেওয়া প্রয়োজন ছিল বলে মনে করেছিলেন তিনি।
শাওকীর কথায়, ওটিটির দর্শকরা নতুন কিছু দেখতে চায়।
“গুলমোহর সিরিজে নতুন বিষয় নিয়ে কাজ করেছি।”
সিরিজের গল্প নিয়ে শাওকী বলেন, "এখন তো ডার্ক মিস্ট্রি টাইপ কাজ বেশি হচ্ছে, তাই আমি চেয়েছিলাম একটা ফ্যামিলি মিস্ট্রির গল্প বলতে। এটা তেমনই একটা কাজ।”
শাওকীর সঙ্গে সিরিজটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মারুফ প্রতীক।
‘গুলমোহর’ নিয়ে নির্মাতা আরও বলেন, "পরিবারের চেনা একটা পরিস্থিতি রয়েছে গল্পে। কিন্তু এর সঙ্গে রহস্য, সন্দেহ ও রাজনীতি জড়িয়ে গল্পটি এগিয়ে গেছে।"
'গুলমোহর’ সিরিজের অভিনয়শিল্পী নিয়েও তথ্য জানাতেও সময় নিচ্ছে চরকি।
এই প্ল্যাটর্ফমের প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বিজ্ঞপ্তিতে বলেন, "এবারই প্রথম নিজের নির্মাণ নিয়ে চরকিতে আসছেন শাওকী এবং এই সিরিজটি চরকির সবচেয়ে বড় অরিজিনাল একটি সিরিজ হতে যাচ্ছে। আমরা খুব এক্সাইটেড।
"সিরিজে জ্যেষ্ঠ এবং নবীন শিল্পীরা অভিনয় করেছেন। তাদের নাম এবং মুক্তির তারিখ জানানো হবে শিগগিরই।"
প্রযোজনা প্রতিষ্ঠান শিল্পীর নাম প্রকাশ না করলেও গত বছর সিরিজটিতে শুটিং করে গিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
শাশ্বতের সঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী সুষমা সরকার।